Kolkata CP: ‘সাইবার ক্রাইম সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কোভিড বিধি মেনে আনন্দ করুন’, বললেন কলকাতার নতুন সিপি বিনীত গোয়েল

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 31, 2021 | 5:04 PM

Kolkata Police Vineet Goyal: সাইবার ক্রাইমকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি। তাঁর কথায়, "আমাদের বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সাইবার ক্রাইম।"

Kolkata CP: সাইবার ক্রাইম সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কোভিড বিধি মেনে আনন্দ করুন, বললেন কলকাতার নতুন সিপি বিনীত গোয়েল
কলকাতার নতুন পুলিশ কমিশনার বিনীত গোয়েল

Follow Us

কলকাতা: প্রত্যেককে কোভিড বিধি মেনে চলতে হবে। দায়িত্ব হাতে নিয়েই আরও একবার স্বাস্থ্যবিধি মনে করালেন কলকাতার নতুন নগরপাল বিনীত গোয়েল।

তিনি বলেন, “সকলের কাছে আমার অনুরোধ সবাই কোভিড প্রটোকল মেনে চলুন। সবাই মাস্ক পরুন। আনন্দ করবেন, তবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।” নগরপাল বলেন, “পার্কস্ট্রিটে আজ ভিড় থাকবেন। তবে সকলকে মাস্ক পরতে হবে। কেউ মাস্ক না পরলে ব্যবস্থা নেব।” আজই তিনি শহর ঘুরে দেখবেন বলে জানালেন নগরপাল। তবে সাইবার ক্রাইমকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি। তাঁর কথায়, “আমাদের বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সাইবার ক্রাইম।”

সারা রাজ্যে পলকে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। বিপদের আভাস পেয়ে স্বাস্থ্যভবনের কর্তারা বলছেন পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। রাজ্যের দৈনিক করোনা আক্রান্তের অর্ধেকই কলকাতাবাসী। পুরসভা সূত্রে জানা গিয়েছে, কলকাতার ১০টি ওয়ার্ড হটস্পট হিসাবে চিহ্নিত হয়েছে। মঙ্গলবার থেকে ৭২ ঘণ্টা পরিস্থিতি বিচার করে এই সংক্রান্ত একটি রিপোর্ট স্বাস্থ্য দফতর ও শীর্ষ কর্তাদের কাছে পৌঁছছে। শুধু কলকাতা নয়, বৃহস্পতিবারের করোনা বুলেটিন থেকে জানা যাচ্ছে, দুই ২৪ পরগনা-সহ বিভিন্ন জেলাগুলিতে জেট গতিতে বাড়ছে সংক্রমণ। দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর. ডায়মন্ডহারবার, হাওড়া ও হুগলিতে কোনও কোনও ব্লককে হটস্পট বলে চিহ্নিত করা হচ্ছে। এমনটাই জানা যাচ্ছে।

স্বাস্থ্যকর্তারা বলছেন, পরিসংখ্যানের ক্ষেত্রে সবচেয়ে বেশি উল্লেখ্য, কত স্যাম্পেল পাঠানো হচ্ছে আর কত স্যাম্পেল পরীক্ষার পর পজিটিভ হয়ে আসছে? বৃহস্পতিবার দেখা গিয়েছে, ৬টি স্যাম্পেল পাঠানোর পর ৫ টি পজিটিভ হয়ে এসেছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে, ডেল্টা ভ্যারিয়েন্টকে ধীরে ধীরে সরিয়ে ওমিক্রন তার থাবা বসাচ্ছে।

ওমিক্রনের রাজ্যের তরফে বেশ কয়েকটি বিষয় কড়া ভাবে নজর দিতে বলা হয়েছে। জেলা স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যকর্তা।

♦ সন্দেহভাজন হোম আইসোলেশন মানছেন কিনা, তা কড়া ভাবে নজর দিতে হবে।

♦ প্রয়োজনে জিও ট্যাগিংয়ের সাহায্য নেওয়ার পরামর্শ।

♦ ওমিক্রন সংস্পর্শে আসা এলাকায় মাইক্রো কনটেইনমেন্ট জোন তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

♦ নির্দেশ মেনে ইতিমধ্যে মাইক্রো কনটেইনমেন্ট জোন কলকাতা পুর এলাকায় ঘোষণা করা হয়েছে।

♦ সন্দেহভাজনেরা ফোন না ধরলে প্রয়োজনে বাড়ি যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জেলা স্বাস্থ্য আধিকারিকদের।

এদিকে, আর আহমেদ ডেন্টাল কলেজে করোনা কামড়। ২ দিনে আক্রান্ত মোট ২১ জন। ৬ জন চিকিৎসক, এক জন নার্সিং স্টাফ-সহ আক্রান্ত মোচ ২১ জন। স্বাস্থ্যকর্তারা বলছেন, এটা ভয়াবহ পরিস্থিতি। বৃহস্পতিবারই সেখানে ১৩ জন চিকিৎসক আক্রান্ত হয়েছিলেন। আজ, নতুন করে ৬ জন চিকিৎসক ফের আক্রান্ত হয়েছেন। এছাড়াও লেডিস হোস্টেল সুপারের ১৪ বছরের মেয়েও কোভিড পজেটিভ। সব মিলিয়ে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে আর আহমেদ ডেন্টাল কলেজে।

দেখা যাচ্ছে হোস্টেলগুলির পরিস্থিতি ভয়াবহ। আর আহমেদ ডেন্টাল কলেজের সঙ্গে যুক্ত পশ্চিমবঙ্গ ডেন্টাল কাউন্সিলের সভাপতি চিকিৎসক রাজু বিশ্বাস। তিনি নিজেও কোভিড পজিটিভ। ১০৩ ডিগ্রি জ্বর উঠছে, সঙ্গে শরীরে অসহ্য যন্ত্রণা। ডেন্টাল কলেজে ওমিক্রনের হানা পড়ল কিনা, সেই বিষয়গুলো দেখছেন স্বাস্থ্য কর্তারা। আর আহমেদ ডেন্টাল কলেজে একটা ‘সুপার স্প্রেডার’ পরিস্থিতি তৈরি হয়েছে। নতুন প্রযুক্তির সঙ্গে আরও ভাল কাজ করার প্রতিশ্রুতি দিলেন তিনি। সঙ্গে শহরবাসীকে নতুন বছরের শুভেচ্ছা।

 

আরও পড়ুন: জমি দিলেই মিলবে সরকারি চাকরি, পাচামি-প্রকল্পে ‘ধীরে চলো’ নীতি প্রশাসনের

আরও পড়ুন: Dr. R Ahmed Dental College: ১৩ থেকে রাতারাতি ২১! আর আহমেদ ডেন্টাল কলেজে ঝড়ের গতিতে বাড়ছে কোভিড সংক্রমণ

 

 

Next Article