CP Kolkata: বিকেল ৪টেয় সরছেন বিনীত, কে হবেন নতুন পুলিশ কমিশনার

Deeksha Bhuiyan | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 17, 2024 | 11:01 AM

CP Kolkata: আরজি কর কাণ্ডের পরই পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। তাঁর পদত্যাগের দাবিতে লালবাজার অভিযানও করেছিলেন জুনিয়র ডাক্তাররা। শেষ পর্যন্ত সেই দাবি মেনে নেওয়া হয়েছে।

CP Kolkata: বিকেল ৪টেয় সরছেন বিনীত, কে হবেন নতুন পুলিশ কমিশনার
বিনীত গোয়েল
Image Credit source: GFX- TV9 Bangla

Follow Us

কলকাতা: চিকিৎসকদের সঙ্গে বৈঠকের পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, পদত্যাগ করবেন বিনীত গোয়েল। আজ, মঙ্গলবারই নতুন পুলিশ কমিশনারের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো এদিন বিকেল ৪টেয় পদত্য়াগ করবেন বিনীত গোয়েল। তবে নতুন সিপি কে হতে চলেছেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে। সামনে আসছে একাধিক আইপিএস অফিসারের নাম।

সিপি হিসেবে প্রথমেই সামনে আসছে নিরাপত্তা উপদেষ্টা পীযূষ পান্ডের। এছাড়াও জল্পনা রয়েছে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার, এডিজি আইবি জাভেদ শামিম। তবে অজয় রানাডের নামও চর্চায় রয়েছে।

আরজি কর কাণ্ডের পরই পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। তাঁর পদত্যাগের দাবিতে লালবাজার অভিযানও করেছিলেন জুনিয়র ডাক্তাররা। শেষ পর্যন্ত সেই দাবি মেনে নেওয়া হয়েছে।

এই খবরটিও পড়ুন

আরজি কর কাণ্ডের পর পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তো ওঠেই, অন্যদিকে, গত ১৪ অগস্ট যেভাবে আরজি করে ভাঙচুর, তাণ্ডব চলে, তাতেই অস্বস্তি বাড়ে পুলিশের। এরপর বিনীত গোয়েলের পদত্যাগের দাবি উঠেছে একাধিকবার। মুখ্যমন্ত্রী আগে জানিয়েছিলেন, বিনীত গোয়েল নিজেও পদত্যাগ করতে চেয়েছিলেন। কিন্তু দুর্গা পুজো যখন আসন্ন, তখন আইন-শৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখে তাঁকে সরাতে চাননি মমতা।

তবে সোমবার কালীঘাটে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এসে জানান, চিকিৎসকদের দাবি মেনে বিনীত গোয়েল পদত্যাগ করবেন। ডিসি নর্থকেও সরিয়ে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

Next Article