Moloy Ghatak: মলয় ঘটককে কলকাতায় তলবের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে ইডি
Moloy Ghatak: কয়লা পাচার মামলায় মন্ত্রী মলয় ঘটক ইডির স্ক্যানারে। যে সময় লালার লোকজন কয়লা পাচার করতেন বলে অভিযোগ, সেই সময় বিধায়ক হিসাবে মলয় ঘটকের কোনও ভূমিকা ছিল কি না, তিনি কোনওভাবে লাভবান হয়েছিলেন কি না, কোনও রকম প্রভাব খাটিয়েছিলেন কি না, সেটাই খতিয়ে দেখতে চায় ইডি।
নয়া দিল্লি: ইডির তলবের ‘রক্ষাকবচ’ রয়েছে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের। এবার সেই রক্ষাকবচকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। শারীরিক অসুস্থতা এবং মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য হওয়ার কারণে মলয় ঘটককে দিল্লির পরিবর্তে কলকাতায় তলবের নির্দেশ দিয়েছিল দিল্লি হাইকোর্ট। এবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল ইডি। আজ মঙ্গলবার প্রধান বিচারপতির এজলাসে সেই মামলার শুনানি হবে।
কয়লা পাচার মামলায় মন্ত্রী মলয় ঘটক ইডির স্ক্যানারে। যে সময় লালার লোকজন কয়লা পাচার করতেন বলে অভিযোগ, সেই সময় বিধায়ক হিসাবে মলয় ঘটকের কোনও ভূমিকা ছিল কি না, তিনি কোনওভাবে লাভবান হয়েছিলেন কি না, কোনও রকম প্রভাব খাটিয়েছিলেন কি না, সেটাই খতিয়ে দেখতে চায় ইডি।
মলয়কে একাধিকবার দিল্লিতে তলব করা হয়। ১২-১৩বার তাঁকে ডাকা হয় বলে খবর। এরমধ্যে মাত্র একবার হাজিরা দেন মন্ত্রী। এদিকে বারবার দিল্লিতে তলব নিয়ে মলয় ঘটক দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করেন। মলয় ঘটকের মূলত দু’টি আবেদন ছিল। এক, তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া ইসিআইআর খারিজ করা হোক। দ্বিতীয়ত, দিল্লিতে তলব না করে তাঁকে কলকাতায় তলব করা হোক।
মলয় ঘটক আলাদা কোনও রক্ষাকবচ না পেলেও, দিল্লির বদলে কলকাতায় তাঁকে তলব করার নির্দেশ দেয় দিল্লি হাইকোর্ট। একইসঙ্গে আদালত নির্দেশ দিয়েছিল, ২৪ ঘণ্টা আগে নোটিস দিয়ে মলয় ঘটককে তলব করতে হবে। তবে এই দিল্লি তলবের রক্ষাকবচ নিয়েই ইডি এবার সুপ্রিম কোর্টে।