পানশালার গায়িকার ‘বয়ফ্রেন্ড’কে সরাতে সুপারি কিলার নিয়োগ! ভুয়ো আইপিএস রাজর্ষির প্রেমকাহিনীতেও ‘থ্রিলার’

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 30, 2021 | 1:43 PM

Fake IPS Kolkata: ওই গায়ককে 'রাস্তা থেকেই সরিয়ে' দেওয়া হবে। সেজন্য ৩ লক্ষ টাকায় সুপারি দেওয়ার ব্যাপারে রাজি হয়ে যান রাজর্ষি।

পানশালার গায়িকার বয়ফ্রেন্ডকে সরাতে সুপারি কিলার নিয়োগ! ভুয়ো আইপিএস রাজর্ষির প্রেমকাহিনীতেও থ্রিলার
ভুয়ো আইপিএস

Follow Us

কলকাতা; পানশালার গায়িকার প্রেমে মজেছিলেন ভুয়ো আইপিএস রাজর্ষি ভট্টাচার্য। আর তাঁকে পেতেই খুনের ছকও কষেছিলেন তিনি। সেক্ষেত্রে সুপারি কিলারের সঙ্গেও যোগাযোগ করেছিলেন তিনি। ভুয়ো আইপিএস কাণ্ডের তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য উঠে এল পুলিশের কাছে।

জেরায় জানা গিয়েছে, পার্ক স্ট্রিট এলাকার একটি নামকরা পানশালার এক গায়কের গার্লফ্রেন্ডের প্রেমে পড়েছিলেন রাজর্ষি ভট্টাচার্য। ওই গায়িকাও তাঁকে ভালোবাসে বলে দাবি রাজর্ষির। তবে তাঁদের মাঝে এসে পড়েছিলেন সেই গায়ক। তাঁকে ‘সরাতেই’ সুপারি দেওয়ার পরিকল্পনা করেন রাজর্ষি।

প্রথমে ১ লক্ষ টাকার সুপারি দেওয়ার পরিকল্পনা করেন তিনি। সেক্ষেত্রে শুধু মারধর করা হত। পরে ঠিক করে ওই গায়ককে ‘রাস্তা থেকেই সরিয়ে’ দেওয়া হবে। সেজন্য ৩ লক্ষ টাকায় সুপারি দেওয়ার ব্যাপারে রাজি হয়ে যান রাজর্ষি। একজনের সঙ্গে কথা হয়ে গিয়েছিল। জেরায় পুলিশের কাছে তেমনটাই জানিয়েছেন রাজর্ষি। তবে সেই টাকা দেওয়ার আগেই পুলিশ তাঁকে গ্রেফতার করে।

পার্ক স্ট্রিট থানার অ্যান্টি ক্রাইম টিমের এএসআই কাজলের সঙ্গে এক বছরেরও বেশি সময় ধরে আলাপ রয়েছে রাজর্ষির। নিয়মিত ফোনে কথাবার্তা চলত তাঁদের। এক সঙ্গে একাধিকবার পানশালাতেও  গিয়েছিলেন বলে পুলিশ জানতে পেরেছে।

তদন্তে জানা গিয়েছে, ওই এএসআই প্রথমে জানতেন রাজর্ষি আইপিএস। পরে জানতে পেরে গিয়েছিলেন, রাজর্ষি আইপিএসের ভেক ধরে ঘুরে বেড়ান। তারপরেও বিষয়টি চেপে যান বলে অভিযোগ। সব জেনেও রাজর্ষি পার্ক স্ট্রিট এলাকায় গেলে, তাঁকে আইপিএস বলেই সবার সামনে পরিচয় দিতেন ওই এএসআই। এমনকী, ওই গায়ককে সরিয়ে দেওয়ার প্ল্যানে সাহায্য করেছিলেন বলেও অভিযোগ।

ওই এএসআই রাজর্ষির থেকে আর্থিক সুযোগসুবিধা নিয়েছিলেন কিনা তা খতিয়ে দেখছে লালবাজার। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে নজর রয়েছে লালবাজারের। আরও পড়ুন: আসল পুলিশের সঙ্গে মিলে খুনের পরিকল্পনা! ভাড়াটে খুনির সন্ধানে ছিল ভুয়ো IPS রাজর্ষি

Next Article