দাউ দাউ করে বেরিয়ে আসছে লেলিহান শিখা, বিধ্বংসী আগুন এবার বাগুইআটি বাজারে

শর্মিষ্ঠা চক্রবর্তী | Edited By: ঋদ্ধীশ দত্ত

Dec 23, 2020 | 9:38 PM

শেষ পাওয়া খবর অনুযায়ী, ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন।

দাউ দাউ করে বেরিয়ে আসছে লেলিহান শিখা, বিধ্বংসী আগুন এবার বাগুইআটি বাজারে
বাগুইআটি মার্কেটের গোডাউনে আগুন

Follow Us

কলকাতা: পূর্বাশার ঝুপড়ির আগুনের ভয়াবহতা এখনও কাটিয়ে উঠতে পারেনি শহর। এরইমধ্যে বাগুইআটির (Baguiati) চাপলপট্টি বাজারে আগুন। এক তলার গোডাউনে আগুন লাগে। গোডাউন থেকে বেরিয়ে আসছে কুণ্ডলীকৃত কালো ধোঁয়া। শেষ পাওয়া খবর অনুযায়ী, ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন।

বাগুইহাটি বাজারে গোডাউনের দোতলায় একটি কাপড়ের দোকানে প্রথম আগুন লাগে। দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়তে থাকে দ্রুত। ঘিঞ্জি এলাকা হওয়ায় বড়সড় বিপদের আশঙ্কা রয়েছে।  স্থানীয় দোকানদাররাই প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করেন।

তবে অভিযোগ, দমকল আসতে দেরি করেছে। আগুন এখনও অনিয়ন্ত্রিত। তবে যে বাড়িতে আগুন লেছেছে, সেখানে কেউ আটকে নেই। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। শেষ পাওয়া খবরে, আগুনকে ইতিমধ্যেই নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে দমকলের ৬টি ইঞ্জিন। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়। একই সঙ্গে হতাহতেরও কোনও খবর মেলেনি।

আরও পড়ুন: উল্টে দুমড়ে গেল শ্মশানযাত্রীদের গাড়ি, এজেসি বোস উড়ালপুলে ভয়ঙ্কর দুর্ঘটনা

সোমবারই আগুন লাগে বাইপাস সংলগ্ন কলোনিতে। ভস্মীভূত হয়ে যায় ৩০টিরও বেশি ঘর। নেতাজীনগর কলোনিতে ওই অগ্নিকাণ্ডের জেরে মঙ্গলবার সন্ধ্যায় এক রকম স্তব্ধ হয়ে পড়ে উত্তর এবং পূর্ব কলকাতার বিস্তীর্ণ অংশ। সেই রেশ কাটতে না কাটতেই বুধবার ফের বাগুইআটি বাজারে আগুন। আগুন ছড়ানোর আশঙ্কায় উদ্বিগ্ন এলাকাবাসীরা।

Next Article