উল্টে দুমড়ে গেল শ্মশানযাত্রীদের গাড়ি, এজেসি বোস উড়ালপুলে ভয়ঙ্কর দুর্ঘটনা

গাড়িটিতে ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি যাত্রী ছিলেন। গাড়ির গতিবেগও স্বাভাবিকের তুলনায় বেশি ছিল।

উল্টে দুমড়ে গেল শ্মশানযাত্রীদের গাড়ি, এজেসি বোস উড়ালপুলে ভয়ঙ্কর দুর্ঘটনা
দুর্ঘটনাগ্রস্ত গাড়ি
Follow Us:
| Updated on: Dec 23, 2020 | 7:35 PM

কলকাতা: শ্মশানফেরত যাত্রীদের গাড়ি উল্টে দিয়ে দুর্ঘটনা এজেসি বোস উড়ালপুলে (AJC Bose Bridge)। দুর্ঘটনায় গুরুতর আহত ২৪ জন। আহতদের উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে ১৫ জন পুরুষ, ১৪ জন মহিলা। ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িটি শ্মশান থেকে ফিরছিল। গাড়িটিতে ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি যাত্রী ছিলেন। গাড়ির গতিবেগও স্বাভাবিকের তুলনায় বেশি ছিল। পার্কসার্কাসের কাছে উড়ালপুলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, গাড়িটিতে ২৪-২৫ জন যাত্রী ছিলেন। তাঁরা প্রত্যেকেই গুরুতর আহত। তাঁদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। উড়ালপুলটির ধর্মতলামুখী র্যাম্পটি সচলা করা সম্ভব হয়েছে। তবে বাকি দিকগুলো বন্ধ এখনও। ব্যাপক এলাকা জুড়ে যানজট। সায়েন্স সিটি, রুবি ও বাইপাসের বেশ কিছুটা অংশ জুড়ে যানজট তৈরি হয়েছে।

আরও পড়ুন: পিছিয়ে গেল ২০২১ সালের মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা, কবে হবে জানাল রাজ্য সরকার

প্রত্যক্ষদর্শীরা বলছেন, অল্পের জন্য আরও বড় দুর্ঘটনার হাত থেকে রেহাই মিলেছে। যে জায়গায় দুর্ঘটনা ঘটেছে. তাতে গাড়িটি উড়ালপুলের নীচেও পড়ে যেতে পারত।