ম্যানহোলে কাজ করতে নেমে তলিয়ে যাওয়া পুরসভার চার কর্মীর মৃত্যু, কুঁদঘাটে মর্মান্তিক ঘটনা

Feb 25, 2021 | 4:00 PM

কুঁদঘাট (Kudghat) পাম্প ম্যানহোলে কাজ করতে নেমে তলিয়ে যান কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation ) চার কর্মী।

ম্যানহোলে কাজ করতে নেমে তলিয়ে যাওয়া পুরসভার চার কর্মীর মৃত্যু, কুঁদঘাটে মর্মান্তিক ঘটনা
সেদিন ম্যানহোল থেকে কর্মীদের উদ্ধার কাজে দমকল। ফাইল চিত্র।

Follow Us

কলকাতা: কুঁদঘাট (Kudghat) পাম্প হাউসের কাছে ম্যানহোলে কাজ করতে নেমে অসুস্থ হয়ে পড়া কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation ) চার কর্মীর মৃত্যু হল। বৃহস্পতিবার সকালে ম্যানহোলের কাজ করতে নেমে তাঁরা তলিয়ে গিয়েছিলেন। দীর্ঘক্ষণ পর তাঁদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। তাঁদের মধ্যে দুজনকে এসএসকেএম বাকি দু’জনকে বাঘাযতীন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় তাঁদের।

বৃহস্পতিবার সকালে পুরসভার ১৪৪ নম্বর ওয়ার্ডে কুঁদঘাট পাম্প হাউসের কাছে ম্যানহোলে পুরনো ও নতুন পাইপ সংযুক্তিকরণের কাজ চলছিল। প্রথমে তিনজন শ্রমিক ম্যানহোলে নেমেছিলেন। তাঁদেরকে তলিয়ে যেতে দেখে ম্যানহোলে
রাস্তার ওপরে দাঁড়িয়ে থাকা আরও এক জন শ্রমিক। কিন্তু তিনিও ভেসে যান।

দীর্ঘক্ষণ সহকর্মীদের উঠতে না দেখে বাকি কর্মীরা ততক্ষণে দমকলে খবর দিয়েছেন। কিন্তু দমকল আসতে দেরি করে বলে অভিযোগ। প্রায় দীর্ঘক্ষণ চেষ্টা করেও তাঁদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। ফের ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা দফতর। ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হয়। ঘণ্টা দুয়েকের চেষ্টায় তাঁদের উদ্ধার করা সম্ভব হয়।

আরও পড়ুন: কোকেন কাণ্ড: প্রকাশ্যে অডিয়ো ক্লিপ, আরও প্রভাবশালীর নাম ফাঁস, পামেলা-রাকেশকে মুখোমুখি জেরা

অসুস্থ চার শ্রমিকের মধ্যে দু’জনকে বাঘাযতীন হাসপাতাল ও বাকি দু’জনকে এসএসকেএম-এ পাঠানো হয়। সেখানেই তাঁদের মৃত্যু হয়। ঘটনাস্থলে যান অরূপ বিশ্বাসও। মৃত কর্মীদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।

Next Article