অক্ষত সিসিটিভি, তাতে কেবল ধরা লাইভ রেকর্ডিং! মন্দিরে ঢুকে বিগ্রহের গায়ের গয়না খুলে পালাল চোরেরা

Kolkata: মন্দিরে সিসিটিভিতে যে রেকর্ডিং ভিডিয়ো দেখা যাচ্ছে না, তা চোরেরা জানত বলেই মনে করছেন তদন্তকারীরা।

অক্ষত সিসিটিভি, তাতে কেবল ধরা লাইভ রেকর্ডিং! মন্দিরে ঢুকে বিগ্রহের গায়ের গয়না খুলে পালাল চোরেরা
নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jul 21, 2021 | 9:11 AM

কলকাতা: মহেশতলা থানার অন্তর্গত ডাকঘর মোড়ের কাছে কালীমন্দিরে দুঃসাহসিক চুরি।

অনান্য দিনের মতো বুধবার সকালেও ডাকঘর কালীমন্দিরের পুরোহিত পুজো দিতে যান। তালা খুলে ভেতরে ঢুকে দেখেন মন্দিরের ডানদিকের গ্রিলের দরজা ভাঙা অবস্থায় রয়েছে। সন্দেহ হওয়ায় তিনি দেখেন তিনটি প্রণামী বাক্সের মধ্যে দুটি মন্দিরের পেছনের জঙ্গলে পড়ে রয়েছে।

তুলনামূলক ফাঁকা অন্য আরেকটি প্রণামী বাক্স মন্দিরের ভেতরে অক্ষত অবস্থায় রয়েছে। পরবর্তী সময়ে ওই পুরোহিত মন্দিরের অন্যান্য কমিটির লোকদেরকে খবর দেন। খোয়া গিয়েছে বিগ্রহের গায়ে থাকা কয়েক লক্ষ টাকার সোনার গয়নাও। প্রণামী এবং অলঙ্কার সহ আনুমানিক আড়াই লক্ষ টাকার চুরি গিয়েছে বলে মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হচ্ছে।

ঘটনাস্থলে পৌঁছেছে মহেশতলা থানার পুলিশ। যদিও মন্দিরে থাকা সিসিটিভি ফুটেজ দেখতে গিয়ে পুলিশ দেখতে পান শুধুমাত্র লাইভ ভিডিয়ো তাতে দেখা যাচ্ছে। হার্ডডিক্সে অতীতের কোন ভিডিও রেকর্ডিং অবস্থায় নেই। তাতে কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে পুলিশ কর্মীদের।

এর পিছনে পরিচিত কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। মন্দিরে সিসিটিভিতে যে রেকর্ডিং ভিডিয়ো দেখা যাচ্ছে না, তা চোরেরা জানত বলেই মনে করছেন তদন্তকারীরা। তাই সিসিটিভি অক্ষতই রয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। কমিটির সদস্যদের সঙ্গে কথা বলা হচ্ছে। আরও পড়ুন: একুশেই চব্বিশের বার্তা! কেন্দ্রীয় ক্যানভাসে আজ তৃণমূলের শক্তি পরীক্ষা

COVID third Wave