কলকাতা: সোমবার ফের রাজপথে নামছেন শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baishakhi Banerjee)। রাজপথে ঝড় তোলার স্ট্র্যাটেজি ঠিক করতে হেস্টিংসে বিজেপি দফতরে চলে বৈঠকও। তার আগেই দক্ষিণ কলকাতার গোলপার্কে শোভন-বিজেপির পোস্টারে পড়ল কুরুচিকর চিঠি।
শোভন-বৈশাখীর মিছিল নিয়ে কলকাতায় একাধিক জায়গায় বিজেপির তরফে ব্যানার পোস্টার লাগানো হয়েছে। গোলপার্কের কাছে একটি পোস্টারে একটি কুরুচিকর চিরকূট সাঁটা অবস্থায় দেখতে পাওয়া যায়। সেখানে শোভন-বৈশাখীর ব্যক্তিগত জীবন নিয়েও অশালীন মন্তব্য করা হয়। যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
তবে এবিষয়ে বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন, “এসব আদিম কুরুচিকর আচরণের কোনও প্রতিক্রিয়া হয় না। যারা প্রকাশ্যে নাম নিতে পারছে না। তারা কী বাংলা বাঁচাবে?”
প্রসঙ্গত, গত মঙ্গলবারই আলিপুর থেকে রোড শো করার কথা ছিল শোভনের। প্রথমে ঠিক ছিল সেখানে যোগ দেবেন বৈশাখীও। কিন্তু তিনি থাকবেন না বলে সোমবার রাতে জানিয়ে দেন বৈশাখী। দলের অন্দরের খবর হয়, কোনও একটি বিষয়ে ফের গোঁসা হয়েছে বৈশাখীর। সেক্ষেত্রে শোভনেরও রোড শো-তে না আসা নিয়ে জল্পনা তৈরি হয়। আশঙ্কা সত্যি করেই রোড শোতে যান না শোভন। বৈশাখী অবশ্য পরে সাংবাদিকদের জানান, অসুস্থতার কারণে তাঁরা যেতে পারেননি।
আরও পড়ুন: দুয়ারে কে আগে বিনে পয়সায় পৌঁছে দেবে ভ্যাকসিন? এ নিয়ে তরজা কেন্দ্র-রাজ্যের
মঙ্গলবার রাতেই দেখা যায়, বিজেপি দফতরে শোভন বৈশাখীর ঘরে তালা ঝুলছে। ছিঁড়ে ফেলা হয়েছে নেমপ্লেটও। তা নিয়ে শুরু হয় রাজনৈতিক জল্পনা। বিজেপিও চরম ব্রিবত হয়। তবে এই কুরুচিকর চিঠির পিছনে কাদের হাত রয়েছে, তা স্পষ্ট নয়। বিজেপি নেতৃত্বও এবিষয়ে বিশেষ গুরুত্ব দিতে নারাজ।