জোড়াবাগান কাণ্ড: ছুরি এমনভাবে চালানো হয় শিশুর গলার নলির সঙ্গে ক্ষত তৈরি হয় শিরদাঁড়াতেও!

বাঁ দিক থেকে ডানদিক সজোরে সেই অস্ত্র চালানোর ফলে শিশুকন্যার গলার নলির পাশাপাশি ঘাড়ের কাছে থাকা শিরদাঁড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে।

জোড়াবাগান কাণ্ড:  ছুরি এমনভাবে চালানো হয় শিশুর গলার নলির সঙ্গে ক্ষত তৈরি হয় শিরদাঁড়াতেও!
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Feb 05, 2021 | 1:34 PM

কলকাতা: যৌন নির্যাতন থেকে খুন, দু’ক্ষেত্রেই নৃশংসতার শিকার হয়েছেন ন’বছরের নাবালিকা। জোড়াবাগান কাণ্ডে মৃত শিশুর (Jorabagan Child Murder Case) ময়নাতদন্তের রিপোর্টে সে রকমই ইঙ্গিত মিলেছে বলে খবর।

আরজিকর হাসপাতাল সূত্রে খবর, ময়নাতদন্তের পরে চিকিৎসকদের অনুমান, বুধবার রাত আটটার পরে ঘটনাটি ঘটেছে। ছুরি জাতীয় ধারালো অস্ত্র দিয়ে নাবালিকার গলায় আঘাত করা হয়। বাঁ দিক থেকে ডানদিক সজোরে সেই অস্ত্র চালানোর ফলে শিশুকন্যার গলার নলির পাশাপাশি ঘাড়ের কাছে থাকা শিরদাঁড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ময়নাতদন্তের যে রিপোর্ট জমা পড়েছে, তাতে মস্তিষ্কে রক্তক্ষরণের প্রমাণ মিলেছে। পাশাপাশি যৌন নির্যাতনেও হিংস্রতার পরিচয় মিলেছে। তার জেরে যোনিদ্বারে রক্তপাতের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে ভাঙা দাঁত সংগ্রহ করেছিল ফরেনসিক দল। সেই দাঁত ওই নাবালিকার‌ই বলে ময়নাতদন্তের রিপোর্টে নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন: জোড়াবাগান কাণ্ড: দারোয়ানের মোবাইলে অসংখ্য পর্ন ভিডিয়ো, শিশুর পাকস্থলীতে মিলল চিপস, বিরিয়ানি

আর জি কর হাসপাতাল সূত্রে খবর, ঘটনার গুরুত্ব বিচার করে শিশুকন্যার ময়নাতদন্তের জন্য তিন সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছিল। চিকিৎসক সোমনাথ দাস, রীনা দাস এবং সৌম্য পাঁজার তত্ত্বাবধানে পুরো প্রক্রিয়াটি ভিডিওগ্রাফি করে রাখা হয়। সংবেদনশীল ঘটনা বলেই ময়নাতদন্তের প্রক্রিয়া ভিডিও করে রাখা হয়েছে বলে খবর।