‘অনেক বড় ষড়যন্ত্র’, দলীয় কর্মীদের সতর্ক করলেন মদন

May 19, 2021 | 1:47 PM

এসএসকেএমের বাইরে বললেন মদন মিত্র (Madan Mitra)। বুধবার তাঁর সিটি স্ক্যান করা হবে। তবে তাঁর কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে।

অনেক বড় ষড়যন্ত্র, দলীয় কর্মীদের সতর্ক করলেন মদন
এসএসকেএম-এ মদন মিত্র

Follow Us

কলকাতা: “ইশ্বর বিচার করবেন, মানুষ বিচার করবেন। সবাই শান্ত থাকুন। এটা অনেক বড় ষড়যন্ত্র। আদালতেই এর বিচার হবে।” এসএসকেএমের বাইরে বললেন মদন মিত্র (Madan Mitra)। বুধবার তাঁর সিটি স্ক্যান করা হবে। তবে তাঁর কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে।

এদিকে, নারদকাণ্ডে ধৃত চার হেভিওয়েটের মধ্যে তিন জন অর্থাৎ সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায় এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি। কিন্তু তাঁদের হাসপাতালে ভর্তি কতটা যুক্তিযুক্ত? এবার তা জানতে মরিয়া সিবিআই। নিজস্ব মেডিক্যাল বোর্ড গঠন করছে সিবিআই। ধৃতদের শারীরিক অবস্থা খতিয়ে দেখবেন বোর্ডের সদস্যরা।

আরও পড়ুন: ৫৩ পাতার চার্জশিটে ফিরহাদকে কোণঠাসা করতে আঁটঘাট বেঁধে ঘুটি সাজিয়েছে CBI, TV9 বাংলায় এক্সক্লুসিভ সেই অভিযোগনামা

কেন তিন হেভিওয়েটকে হাসপাতালে ভর্তি করতে হল? হাসপাতালের রিপোর্ট কতটা ঠিক? জানতে এবার নিজস্ব মেডিক্যাল বোর্ড গঠন করার কথা ভাবছে সিবিআই। এইমসের পাঁচ বিশিষ্ট চিকিৎসককে নিয়ে এই টিম গঠন করা হতে পারে। রাজ্যের তরফে পাঠানো মেডিক্যাল রিপোর্ট পাঠানো হয়েছে দিল্লিতে। জেলের তরফে ববি হাকিমের মেডিক্যাল রিপোর্ট পাঠানো হয়েছে সিবিআইকে। সেই রিপোর্ট দিল্লিতে পাঠানো হয়েছে।

Next Article