‘মরতেও পিছপা হব না’, রক্ত দিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন ওঁরা

Feb 12, 2021 | 1:51 PM

দাবি আদায় না হলে তাঁরা মৃত্যুবরণ করতেও পিছপা হবেন না বলে জানিয়েছিলেন। আজ তাঁরা রক্ত দিয়ে সেই চিঠি লিখলেন।

মরতেও পিছপা হব না, রক্ত দিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন ওঁরা
চিঠি লিখছেন মাদ্রাসা শিক্ষকরা

Follow Us

কলকাতা: হাত কেটেছেন। রক্ত দিয়ে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee)উদ্দেশে। দাবি ছিল বেতন কাঠামোর পুনর্গঠন, স্থায়ীকরণ। এবার পার্শ্বশিক্ষকদের দেখানো পথেই হাঁটলেন মাদ্রাসার শিক্ষকরা। সৌজন্যে ওয়েস্টবেঙ্গল রেকগনাইজ আন অ্যাডেড মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন (Madarasa Teachers)। মাদ্রাসা শিক্ষকরা রক্ত দিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন।

১২ জানুয়ারি থেকে সল্টলেক সিটি সেন্টারের সামনে অবস্থান-বিক্ষোভ চালাচ্ছেন। আজ ৩২ দিনে পড়ল সেই অবস্থান-বিক্ষোভ। শিক্ষক-শিক্ষিকাদের মাসিক বেতন ছাত্র-ছাত্রীদের মিড-ডে-মিল সহ সমস্ত সরকারি সুযোগ-সুবিধার দাবিতে। ১২ জানুয়ারি থেকে হাইকোর্টের নির্দেশে সিটি সেন্টারের সামনে তারা অবস্থান বিক্ষোভ করছেন।

আরও পড়ুন: এমনটাও হয়! বনধ সফল করতে তৃণমূলের দাপুটে নেতাই পথ দেখালেন বামকে

তাঁদের মধ্যে বেশ কয়েকজন ১৬ জানুয়ারি থেকে নির্জলা অনশন শুরু করেছেন। আন্দোলনকারীদের দাবি, অবিলম্বে রাজ্য সরকার স্বীকৃত ২৩৫ অ্যাডেড মাদ্রাসা শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের মাসিক বেতনের ব্যবস্থা করতে হবে। দাবি আদায় না হলে তাঁরা মৃত্যুবরণ করতেও পিছপা হবেন না বলে জানিয়েছিলেন। আজ তাঁরা রক্ত দিয়ে সেই চিঠি লিখলেন।

Next Article