ভিক্টোরিয়ার যাতে কোনও ক্ষতি না হয়, বিশেষ মেশিন দিয়ে হচ্ছে কাজ, এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো চলতে আর কতদিন

Kolkata Metro: সংশ্লিষ্ট প্রকল্প রূপায়ণকারী সংস্থা 'রেল বিকাশ নিগম লিমিটেড' জানিয়েছে, ভারতের বুকে এই প্রথম কোনও প্রকল্প, যেখানে প্রায় ৬৪৫টি গাছ শিকড়সহ তুলে আবার রোপণ করা হয়েছে। শিয়ালদহ কামারডাঙা এলাকায় গাছগুলি লাগানো হয়েছে।

ভিক্টোরিয়ার যাতে কোনও ক্ষতি না হয়, বিশেষ মেশিন দিয়ে হচ্ছে কাজ, এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো চলতে আর কতদিন
Image Credit source: Railway
Follow Us:
| Edited By: | Updated on: Nov 22, 2024 | 4:32 PM

কলকাতা: জটিলতা কাটলেও প্রকল্পের কাজ বারবার ব্যাহত। ফলে, জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হওয়ার দিন পিছিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। নির্দিষ্ট সময়ের থেকে আরও দু’বছর পরিষেবা পিছিয়ে যেতে পারে বলে জানা যাচ্ছে।

জোকা-এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পের অধীনে ইতিমধ্যে জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু হয়ে গিয়েছে। যার দৈর্ঘ্য প্রায় ৭.৭৫ কিলোমিটার। কিন্তু নানা জটিলতার ফাঁসে আটকে মাঝেরহাট থেকে এসপ্ল্যানেড পর্যন্ত বাকি অংশের কাজ। সেই অংশের দৈর্ঘ্য প্রায় ৬.২ কিলোমিটার। সেই জটিলতা অবশেষে কেটেছে। ময়দান মার্কেট স্থানান্তর বা বৃক্ষ ছেদন নিয়ে সুপ্রিম কোর্টের একাধিক নির্দেশ রয়েছে। এইসব জটিলতার কারণেই সমস্যা হচ্ছে বলে দাবি মেট্রো রেল কর্তৃপক্ষের।

সংশ্লিষ্ট প্রকল্প রূপায়ণকারী সংস্থা ‘রেল বিকাশ নিগম লিমিটেড’ জানিয়েছে, ভারতের বুকে এই প্রথম কোনও প্রকল্প, যেখানে প্রায় ৬৪৫টি গাছ শিকড়সহ তুলে আবার রোপণ করা হয়েছে। শিয়ালদহ কামারডাঙা এলাকায় গাছগুলি লাগানো হয়েছে।

মাঝেরহাট থেকে এসপ্ল্যানেড পর্যন্ত যে কাজ হচ্ছে, তা দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। মাঝেরহাট থেকে প্রস্তাবিত পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন পর্যন্ত টানেল বোরিং-এর মাধ্যমে কাজ হচ্ছে। ইস্ট-ওয়েস্ট মেট্রোতে যেভাবে টানেল বোরিং ব্যবহার করা হয়েছে, তেমনই এই কাজেও একই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

আশপাশে ভিক্টোরিয়া মেমোরিয়াল বা শহিদ মিনারের মতো স্থাপত্য রয়েছে। সেগুলিতে যাতে কোনও রকম সমস্যা না হয়, তার জন্য অত্যাধুনিক কম্পনরোধী যন্ত্রের ব্যবহার করা হচ্ছে টানেল বোরিং কাজের জন্য।

এদিকে, ডায়মন্ড হারবার রোডের দিক থেকে আগামী ২০২৫ চালের মার্চ মাসের শেষে অথবা এপ্রিল মাসের শুরুতে টানেল বোরিং-এর কাজ শুরু হবে। আদিগঙ্গার তলা দিয়ে সেই টানেল তৈরির জন্য বোরিং মেশিন ভূগর্ভ খনন করতে করতে ভিক্টোরিয়া কাছে এসে পৌঁছবে আগামী বছরের জুন মাসে।

অন্যদিকে পার্কস্ট্রিট থেকে এসপ্ল্যানেড পর্যন্ত কাজ হবে কাট এন্ড কভার ট্যানেলের মাধ্যমে। অর্থাৎ ভূগর্ভের ওপরে সম্পূর্ণ মাটি খনন করে সেখানে টানেল বসানো হবে। তবে এই প্রকল্প যেখানে ২০২৭ সালে শেষ হওয়ার কথা ছিল, তা পিছিয়ে ২০২৯ সাল হয়ে যাবে বলেই জানা যাচ্ছে। মাঝেরহাট স্টেশনের পর খিদিরপুর, ভিক্টোরিয়া, পার্ক স্ট্রিট এবং এসপ্ল্যানেড-এই চারটি স্টেশন তৈরি হচ্ছে।

২০১১ সালে এই প্রকল্পের কাজ শুরু হয়েছিল। সেই সময় প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছিল ২৬১৯ কোটি টাকা। সেই ব্যয় বৃদ্ধি পেতে পেতে এখন দাঁড়িয়েছে ৪৮৩৫ কোটি টাকা। সময় বেড়ে গেলে খরচ বাড়বে আরও।

চক-ডাস্টার কেনার পয়সাও নেই! এভাবেই চলছে স্কুল
চক-ডাস্টার কেনার পয়সাও নেই! এভাবেই চলছে স্কুল
জার্মানির মাটিতে News9 Global Summit, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরে
জার্মানির মাটিতে News9 Global Summit, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরে
বিয়ে ভাঙার সিদ্ধান্ত এআর রহমানের, মানসিক ভাবে বিপর্যস্ত গায়কের স্ত্রী
বিয়ে ভাঙার সিদ্ধান্ত এআর রহমানের, মানসিক ভাবে বিপর্যস্ত গায়কের স্ত্রী
Moonmoon Sen: পিতৃহারা রিয়া-রাইমা, প্রয়াত মুনমুনের স্বামী ভরত দেববর্মা
Moonmoon Sen: পিতৃহারা রিয়া-রাইমা, প্রয়াত মুনমুনের স্বামী ভরত দেববর্মা
কার্তিক পুজোর এক ইতিহাস বর্তমান কাটোয়ার অলি-গলিতে
কার্তিক পুজোর এক ইতিহাস বর্তমান কাটোয়ার অলি-গলিতে
শিয়ালদহ আদালত সঞ্জয়, পুলিশর কাণ্ডকারখানায় ফিরল কুণাল ঘোষের স্মৃতি!
শিয়ালদহ আদালত সঞ্জয়, পুলিশর কাণ্ডকারখানায় ফিরল কুণাল ঘোষের স্মৃতি!
সুশান্ত ঘোষের উপর হামলা, শাসকদলের গোষ্ঠীকোন্দলকেই দায়ী করলেন শমীক
সুশান্ত ঘোষের উপর হামলা, শাসকদলের গোষ্ঠীকোন্দলকেই দায়ী করলেন শমীক
২০২৬-এর ভবিষ্যদ্বাণী কল্যাণের, শুনেই সুর চড়ালেন সুকান্ত-অধীর-সৃজন
২০২৬-এর ভবিষ্যদ্বাণী কল্যাণের, শুনেই সুর চড়ালেন সুকান্ত-অধীর-সৃজন
সুশান্ত ঘোষকে খুনের চেষ্টা প্রসঙ্গে মুখে কুলুপ কুণাল ঘোষের?
সুশান্ত ঘোষকে খুনের চেষ্টা প্রসঙ্গে মুখে কুলুপ কুণাল ঘোষের?
মনোজ মিত্র, বাংলা নাটকের অমূল্য রত্ন, কেমন ছিল তাঁর এই চলার পথ?
মনোজ মিত্র, বাংলা নাটকের অমূল্য রত্ন, কেমন ছিল তাঁর এই চলার পথ?