AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Metro-VIDEO: কস্মিনকালেও এমন ঘটনা ঘটেনি কলকাতা মেট্রোয়! সঙ্গীর জন্য আস্ত ট্রেন দাঁড় করিয়ে রাখলেন তরুণী, দেখুন সেই ভিডিয়ো

Metro incident: মেট্রো সূত্রে জানা গিয়েছে, আপ লাইনে মেট্রোটি যাচ্ছিল। দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে ট্রেনটি পৌঁছলে ওই যুবতী প্রথমে নিজে এসে গেটের সামনে একটি ব্যাগ রাখেন। তারপর তাঁর সঙ্গী ততক্ষণে না আসায় গেটের সামনে পা দিয়ে আটকে রাখেন।

Kolkata Metro-VIDEO: কস্মিনকালেও এমন ঘটনা ঘটেনি কলকাতা মেট্রোয়! সঙ্গীর জন্য আস্ত ট্রেন দাঁড় করিয়ে রাখলেন তরুণী, দেখুন সেই ভিডিয়ো
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 14, 2025 | 9:31 AM
Share

কলকাতা: মেট্রো নয়, যেন ব্যক্তিগত গাড়ি। সঙ্গী আসেনি বলে দরজা আটকে দাঁড়িয়ে রইলেন তরুণী। দাঁড়িয়ে রইল আস্ত মেট্রো। অপেক্ষায় বসে রইলেন যাত্রীরা। তারপরও বিভ্রাটের ইতি হয়নি। সেই মেট্রো চালু করতে বেগ পেতে হল কর্তৃপক্ষকে। কলকাতা মেট্রোয় এমনই অদ্ভুত ঘটনা ঘটল শনিবার। ইতিমধ্যেই সামনে এসেছে সেই ঘটনার সিসিটিভি ফুটেজ। সেখানে দেখা যাচ্ছে, কীভাবে এক যুবতী তাঁর পা দিয়ে গেটটা আটকে রেখেছেন।

কলকাতা বিমানবন্দর-নোয়াপাড়া মেট্রো স্টেশনের মাঝে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে এই ঘটনা ঘটে। মেট্রো সূত্রে খবর, ওই যুবতী নিজে আগে পৌঁছে যান, কিন্তু তাঁর সঙ্গী তখনও পৌঁছয়নি। সেই কারণেই গেট আটকে দাঁড়িয়ে ছিলেন ওই যুবতী। ফলে মেট্রোর গেট বন্ধ হল না। মেট্রো ছাড়তেও পারল না। এরপর যখন ওই যুবতীর সঙ্গী চলে আসেন, তখন আর মেট্রোর গেট বন্ধ হতে চায়নি।

মেট্রো সূত্রে জানা গিয়েছে, আপ লাইনে মেট্রোটি যাচ্ছিল। দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে ট্রেনটি পৌঁছলে ওই যুবতী প্রথমে নিজে এসে গেটের সামনে একটি ব্যাগ রাখেন। তারপর তাঁর সঙ্গী ততক্ষণে না আসায় গেটের সামনে পা দিয়ে আটকে রাখেন। এরপর সঙ্গী এসে গেলেও দীর্ঘক্ষণ আটকে রেখে দেওয়ায় মেট্রোরে গেট আর বন্ধ হচ্ছিল না, মেট্রোটিও ছাড়তে পারছিল না।

এরপর মোটরম্যান ও ইঞ্জিনিয়ারদের ডাকতে হয়। দীর্ঘক্ষণ মেরামত করার পর গেটটি বন্ধ করা সম্ভব হয়। সূত্রের খবর, মেট্রো আধিকারিক এবং ইঞ্জিনিয়াররা ওই যুবতীকে রীতিমতো তিরস্কার করেন। ইতিমধ্যে এই ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে বলেও মেট্রো সূত্রে খবর। যেভাবে নিজের সঙ্গীর জন্য গেট আটকে রাখা হল, তা মেট্রোর সাম্প্রতিককালের ইতিহাসে নজিরবিহীন বলেও জানাচ্ছেন মেট্রো আধিকারিকরা।