Kolkata Metro: পুজোর আগে নতুন টোকেন আনল কলকাতা মেট্রো, দেখে নিন এক ঝলক
Kolkata Metro: কলকাতা মেট্রোর টিকিট কাউন্টারগুলি থেকে যাত্রীরা এই টোকেন কাটতে পারবেন। কলকাতা মেট্রোর তিনটি রুটেই এই টোকেন পাওয়া যাবে। মেট্রো কর্তৃপক্ষ আশা করছে, পুজোর দিনগুলিতে এই নতুন টোকেন কেটেই যাত্রা করতে পারবেন শহর ও শহরতলির বাসিন্দারা।
কলকাতা: পুজোর আগে নতুন টোকেন চালু করল কলকতা মেট্রো। মঙ্গলবার থেকেই এই নতুন টোকেন চালু করা হয়েছে। কলকাতা শহরের ভিড়, যানজট এড়িয়ে খুব অল্প সময়ের মধ্যে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যেতে কলকাতাবাসীর অন্যতম পছন্দের অপশন মেট্রো রেল। শুধু কলকাতা শহরই নয়, শহরতলির প্রচুর মানুষও নিত্যদিন নিজেদের গন্তব্যে যাওয়ার জন্য মেট্রো পরিষেবাকেই বেছে নেন। মেট্রোয় যাতায়াতের জন্য যাঁদের স্মার্ট কার্ড নেই, তাঁদের টোকেন কেটেই যাতায়াত করতে হয়। এবার পুজোর আগে তাঁদের জন্য নতুন টোকেন নিয়ে এল কলকাতা মেট্রো। মঙ্গলবার মেট্রো রেল ভবনে এই নতুন টোকেনের উদ্বোধন করলেন মেট্রোর প্রিন্সিপাল চিফ অপারেশন সৌমিত্র বিশ্বাস।
কেমন দেখতে হচ্ছে কলকাতা মেট্রোর নতুন এই টোকেনগুলি? ইসরোর চন্দ্রযান ৩-এর সাফল্যকে স্মরণীয় করে রাখতেই এই নতুন টোকেন চালু করছে কলকাতা মেট্রো। দেশের প্রথম মেট্রো রেল পরিষেবা হল কলকাতা মেট্রো। আর চন্দ্রযান ৩-এর হাত ধরেই চন্দ্রাভিযানে নতুন দিগন্ত খুলে দিয়েছে ভারত। বিশ্বের চতুর্থ দেশ হিসেব চাঁদের মাটিতে সফল অবতরণ করেছে ভারত। আর চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের ক্ষেত্রে চন্দ্রযান ৩ হল গোটা বিশ্বে প্রথম নভোযান। ইসরোর এই সাফল্য গোটা বিশ্বের মহাকাশ গবেষণায় ভারতের আরও নাম উজ্জ্বল করেছে। আরও স্পষ্ট হয়েছে মহাকাশ গবেষণায় ভারতের পদচিহ্ন। সেই সাফল্যকে কুর্নিশ জানাতেই নতুন টোকেন চালু করল কলকাতা মেট্রো।
কলকাতা মেট্রোর টিকিট কাউন্টারগুলি থেকে যাত্রীরা এই টোকেন কাটতে পারবেন। কলকাতা মেট্রোর তিনটি রুটেই এই টোকেন পাওয়া যাবে। মেট্রো কর্তৃপক্ষ আশা করছে, পুজোর দিনগুলিতে এই নতুন টোকেন কেটেই যাত্রা করতে পারবেন শহর ও শহরতলির বাসিন্দারা।