Mamata Banerjee: আপনার জেলায় ক’টি পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী? দেখে নিন তালিকা
Mamata Banerjee: এখনও পর্যন্ত যা খবর, আগামী ১২ অক্টোবর জেলায় জেলায় পুজোর উদ্বোধন করবেন তিনি। ২২ জেলার মোট ৮৩৬টি দুর্গাপুজোর ভার্চুয়ালি উদ্বোধন করবেন তিনি। সংশ্লিষ্ট জেলাগুলির জেলাশাসকদের কাছে ইতিমধ্যেই সেই মর্মে বার্তা পাঠিয়ে দেওয়া হয়েছে।
কলকাতা: সামনেই দুর্গাপুজো। রাজ্যের বিভিন্ন পুজো কমিটিগুলি অপেক্ষা করে থাকে, মুখ্যমন্ত্রীর হাত ধরে দুর্গাপুজোর উদ্বোধনের জন্য। জেলার পুজোগুলি ভার্চুয়ালি উদ্বোধন করে থাকেন মুখ্যমন্ত্রী। গত বছর ভার্চুয়ালি জেলার পুজোর উদ্বোধনের জন্য তিন দিন সময় রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার একদিনেই জেলার সব পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এখনও পর্যন্ত যা খবর, আগামী ১২ অক্টোবর জেলায় জেলায় পুজোর উদ্বোধন করবেন তিনি। ২২ জেলার মোট ৮৩৬টি দুর্গাপুজোর ভার্চুয়ালি উদ্বোধন করবেন তিনি। সংশ্লিষ্ট জেলাগুলির জেলাশাসকদের কাছে ইতিমধ্যেই সেই মর্মে বার্তা পাঠিয়ে দেওয়া হয়েছে।
একনজরে দেখে নেওয়া যাক কোন জেলায় ক’টি পুজো ভার্চুয়ালি উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী –
- উত্তর ২৪ পরগনায় ৫৭টি পুজো
- দক্ষিণ ২৪ পরগনায় ৫০টি পুজো
- হাওড়ায় ৫১টি পুজো
- নদিয়ায় ৩৫টি পুজো
- মুর্শিদাবাদে ৩১টি পুজো
- পূর্ব বর্ধমানে ৩৭টি পুজো
- পশ্চিম বর্ধমানে ৩২টি পুজো
- বীরভূমে ৩৩টি পুজো
- হুগলিতে ৩৭টি পুজো
- পূর্ব মেদিনীপুরে ৩৯টি পুজো
- ঝাড়গ্রামে ৩৬টি পুজো
- পশ্চিম মেদিনীপুরে ৪১টি পুজো
- বাঁকুড়ায় ৪১টি পুজো
- পুরুলিয়ায় ৪৭টি পুজো
- মালদায় ৪১টি পুজো
- দক্ষিণ দিনাজপুরে ২৩টি পুজো
- উত্তর দিনাজপুরে ৪০টি পুজো
- দার্জিলিঙে ৪০টি পুজো
- কালিম্পঙে ৮টি পুজো
- জলপাইগুড়িতে ৬৩টি পুজো
- আলিপুরদুয়ারে ১৯টি পুজো
- কোচবিহারের ৩৫টি পুজো
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার দায়িত্বে আসার পর দুর্গোৎসবকে আরও ব্যাপক মাত্রায় নিয়ে গিয়েছেন। কলকাতার দুর্গাপুজো ইতিমধ্যেই ইউনেসকোর থেকে স্বীকৃতি পেয়েছে। গোটা বিশ্ব আঙিনায় আরও বেশি করে চর্চিত হয়েছে বাংলার দুর্গাপুজো। বিগত বেশ কয়েক বছর ধরে রাজ্যের বিভিন্ন পুজো কমিটিগুলির উদ্বোধনে যোগ দিয়ে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছর জেলার পুজোগুলির উদ্বোধনের জন্য তিন দিন সময় রেখেছিলেন তিনি। তবে এবার একদিনেই ২২ জেলার ৮৩৬টি পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করবেন মমতা।