Kolkata Metro: ‘মেট্রোর পিলার নীল-সাদা করতে দিন’, এক মাসেও চিঠির উত্তর পাননি ফিরহাদ

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Feb 16, 2023 | 7:50 PM

Kolkata Metro: গত ১৮ জানুয়ারি রেলকে সেই চিঠি দিয়েছেন ফিরহাদ। সেখানে তাঁর আর্জি, পিলারের রঙ বদলে ফেলতে হবে।

Kolkata Metro: মেট্রোর পিলার নীল-সাদা করতে দিন, এক মাসেও চিঠির উত্তর পাননি ফিরহাদ
ফাইল ছবি

Follow Us

কলকাতা : রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পর রাস্তা থেকে সেতু, সবটাই মুড়ে ফেলা হয়েছে নীল সাদা রঙে। তবে মেট্রো রেল (Metro Rail) কেন্দ্রের অধীন হওয়ায় তাতে নীল সাদা রং নেই। তাতেি এবার আপত্তি জানাল রাজ্য। মেট্রোর পিলারগুলি যাতে নীল সাদা রং করে দেওয়া হয়, সেই আর্জি জানিয়ে ইতিমধ্যেই রেল কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তবে, এ ব্যাপারে এখনও রেল কর্তৃপক্ষের তরফে কোনও উত্তর আসেনি বলে জানিয়েছেন ফিরহাদ। তবে এই রং বদলানোর ক্ষেত্রে কোনও রাজনীতি নেই বলেই জানিয়েছেন তিনি।

গত ১৮ জানুয়ারি রেলকে সেই চিঠি দিয়েছেন ফিরহাদ। সেখানে তাঁর আর্জি, পিলারের রং বদলে ফেলতে হবে। তিনি চিঠিতে উল্লেখ করেছেন, কলকাতা পুরনিগমের তরফে শহরের সৌন্দর্যায়নের জন্য নীল ও সাদা রঙের ব্যবহার করা হচ্ছে সব জায়গায়। একাধিক সরকারি প্রকল্পেও এই রঙের ব্যবহার করা হয়েছে। তার সঙ্গে তাল মিলিয়েই মেট্রোর পিলারের রংও যাতে বদলে নীল-সাদা করে দেওয়া হয়, সেই অনুরোধ জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল সাংসদ শান্তনু সেন সেই চিঠির কথা জানান। একই সঙ্গে তিনি মনে করিয়ে দেন, রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় রেলের জন্য অনেক কিছু করেছিলেন। মমতার শুরু করা একাধিক প্রকল্পের কাজ বন্ধ আছে বলেও দাবি করেছেন তিনি।

এদিকে, মাস খানেক হয়ে গেলেও ফিরহাদের চিঠির উত্তর আসেনি। তিনি জানিয়েছেন, এই রং বদলের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। তিনি বলেন, আমরা যদি রাজনীতি দেখতাম, তাহলে তো সবুজ করে দিতাম। তা তো দিইনি। নীল-সাদা করলে দেখতে ভাল লাগে। তাই অনুরোধ করেছি। এখনও অনুমতি পাইনি। অনুমতি পেলেই কাজ শুরু করব।

Next Article