Kolkata Municipal: কর মূল্যায়ণ, কর্মিবর্গ হাতছাড়া অতীনের, কোন মেয়র পারিষদ কী দায়িত্ব পেলেন রইল তালিকা
KMC: এদিনই সাংবাদিক বৈঠক করে ফিরহাদ হাকিম বলেন, কলকাতার ঐতিহ্য রক্ষায় বিশেষ জোর দেবে নতুন পুরবোর্ড।
কলকাতা: মঙ্গলবারই কলকাতার মেয়র হিসাবে শপথ নিয়েছেন ফিরহাদ হাকিম। শপথ বাক্য পাঠ করেছেন কলকাতা পুরসভার চেয়ারপার্সন মালা রায়ও। ১৩ জন মেয়র পারিষদেরও শপথপর্ব মিটেছে। এদিনই কোন মেয়র পারিষদের দায়িত্ব কী বিভাগ তা ঘোষণা করা হল।
গতবার অতীন ঘোষের হাতে ছিল কর মূল্যায়ণ এবং কর্মিবর্গ বিভাগ। এবার সেই দায়িত্ব তাঁর হাত থেকে সরিয়ে নেওয়া হল। কর্মিবর্গ বিভাগ গেল বৈশ্বানর চট্টোপাধ্যায়ের হাতে। অন্যদিকে কর মূল্যায়ণ নিজের হাতেই রাখলেন মেয়র ফিরহাদ হাকিম।
একই সঙ্গে মহানাগরিক ফিরহাদ হাকিমের হাতে রইল জল সরবরাহ, অর্থ, নাগরিক অভিযোগ এবং সমাধান, কেআইআইপি, বাড়ি নির্মাণ, সেন্ট্রাল স্টোর, কর মূল্যায়ণ এবং আনুসঙ্গিক। ডেপুটি মেয়র অতীন ঘোষের হাতে গেল স্বাস্থ্য পরিষেবা, ভেজাল খাদ্য প্রতিরোধকরণ, আর্কাইভ, মেডিকেল স্টোর ও টিবি হাসপাতাল দেখভালের দায়িত্ব।
কোন মেয়র পারিষদের হাতে কী দায়িত্ব
১) দেবাশিস কুমার -উদ্যান, ক্রীড়া, বিজ্ঞাপন, পার্কিং
২) দেবব্রত মজুমদার – জঞ্জাল ব্যবস্থাপনা
৩) সন্দীপরঞ্জন বক্সী – আলো
৪) সন্দীপন সাহা – শিক্ষা এবং তথ্যপ্রযুক্তি
৫) মিতালি ব্যানার্জি – সামাজিক এবং নারী কল্যাণ, রূপশ্রী, কন্যাশ্রী, বার্ধক্য ভাতা
৬) জীবন সাহা – তথ্য এবং জনসংযোগ, এন্টালি ওয়ার্ক শপ
৭) তারক সিং – নিকাশি
৮) স্বপন সমাদ্দার – বস্তি এবং পরিবেশ
৯) আমিরুদ্দিন ববি – বাজার
১০) রাম পেয়ারে রাম – একশো দিনের প্রকল্প
১১) অভিজিৎ মুখোপাধ্যায় – রাস্তা এবং ইঞ্জিনিয়ারিং
১২) বৈশ্বানর চট্টোপাধ্যায় – আবাসন, আইন এবং কর্মিবর্গ
শপথ নিয়ে কী বার্তা ফিরহাদের
শপথ নেওয়ার পর ফিরহাদ হাকিম বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় অনেক প্রত্যাশা করে এই বোর্ড গড়েছেন। এই বোর্ডকে মনোনীত করেছেন। আমরা টিম কর্পোরেশন অর্থাৎ চেয়ার পার্সন মালা রায়ের সঙ্গে আমরা সবাই, সব কাউন্সিলররা একটাই শপথ নেব মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রত্যাশা মানুষকে সেবা দেওয়ার, কলকাতাকে বিশ্বের সেরা শহর করার সেটা আমরা বাস্তবায়িত করব। মানুষকে এমন জায়গায় সেবা দিতে হবে, যাতে মানুষ বলেন এই বোর্ড শ্রেষ্ঠ বোর্ড। আমি নিশ্চিতভাবে মেয়র। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা কেউ প্রশাসনিক বিরাট পদে নয়। আমরা সবাই সেবক এবং প্রধান সেবকের নাম ফিরহাদ হাকিম। আমরা সকলে মিলে কাজ করব।”
এদিনই সাংবাদিক বৈঠক করে ফিরহাদ হাকিম বলেন, কলকাতার ঐতিহ্য রক্ষায় বিশেষ জোর দেবে নতুন পুরবোর্ড। ছ’মাস অন্তর পুরসভা রিপোর্ট কার্ড পেশ করা হবে। রিভিউ মিটিং করে তা পেশ করবে বোর্ড। একইসঙ্গে কলকাতার জলযন্ত্রণাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়ার কথাও বলেন মহানাগরিক। যে ছ’টি পকেটে মূলত জল জমে, বেহালা, খিদিরপুর, আমহার্স্ট স্ট্রিট, ঠনঠনিয়া কালীবাড়ির জায়গার জন্য পাম্পিং স্টেশন বাড়ানো হবে।
আরও পড়ুন: KMC: ‘শো ইওর মেয়র’, সমস্যার ভিডিয়ো দেখে সমাধান করবেন মহানাগরিক ফিরহাদ