কলকাতা: কলকাতার নতুন পুলিশ কমিশনার হচ্ছেন বিনীত গোয়েল। শুক্রবার অবসর নিচ্ছেন বর্তমান পুলিশ কমিশনার সৌমেন মিত্র। নবান্ন সূত্রের খবর, বছরের শেষ দিনে সে পদেই বসতে চলেছেন বিনীত গোয়েল।
কলকাতা পুলিশের নতুন নগরপাল হচ্ছেন বিনীত গোয়েল। তিনি ১৯৯৪ সালের আইপিএস অফিসার। দীর্ঘদিন ধরে কলকাতা পুলিশে কাজ করার অভিজ্ঞতা রয়েছেন তাঁর। কলকাতা পুলিশের ডিসি পদেও যেমন কাজ করেছেন, পাশাপাশি বিনীত গোয়েল সামলেছেন জয়েন্ট সিপি হেড কোয়ার্টারের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বও। অন্যদিকে দায়িত্ব বাড়ছে জ্ঞানবন্ত সিংয়েরও।
বর্তমানে বিনীত গোয়েল এডিজি এসটিএফ পদে। সেখান থেকেই তাঁকে কলকাতার নগরপাল হিসাবে দায়িত্ব দেওয়া হচ্ছে। অন্যদিকে বিদায়ী পুলিশ কমিশনার সৌমেন মিত্র অবসরের পর পুলিশ ট্রেনিংয়ের ডিজি ওএসডি হিসাবে কাজ করবেন। পাশাপাশি এডিজি এসটিএফের দায়িত্ব যা এতদিন বিনীত গোয়েল সামলাচ্ছিলেন, তার অতিরিক্ত দায়িত্ব সামলাবেন এডিজি সিআইডি জ্ঞানবন্ত সিং।
নতুন নগরপাল যেহেতু ৩১ ডিসেম্বর দায়িত্ব নেবেন, স্বভাবতই তাঁর প্রথম চ্যালেঞ্জ কোভিড-ওমিক্রনের শহরে বর্ষশেষের ভিড় মোকাবিলা। ইতিমধ্যেই কলকাতা পুলিশ তার জন্য কড়া বলয় তৈরি করে ফেলেছে। ৩১ ডিসেম্বর ৩ হাজার অতিরিক্ত পুলিশ ও ১ জানুয়ারি সাড়ে তিন হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে গোটা শহরে।
পার্ক স্ট্রিট এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকবেন ৪ জন ডিসি। এর মধ্যে ২ জন মহিলা ডিসি। এছাড়া ১৩ জন সহকারি কমিশনার। পার্ক স্ট্রিট, শেক্সপিয়ার সরণি ও নিউ মার্কেট এলাকায় ৩০ টি পুলিশ পিকেট। এছাড়া মেট্রো স্টেশন, বাস স্ট্যান্ড-এ পিকেট চলবে। শহরজুড়ে ‘সিটি ওয়াচ’ মোটরবাইক প্যাট্রোলিং টিম থাকবে ২০টি। ৩০টি পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ থাকবে। সঙ্গে ওয়াচ টাওয়ার ১১টি, কুইক রেসপন্স টিম ২টি।
শহরজুড়ে নাকা চেকিং, ওয়াচ টাওয়ার, রিজার্ভ ফোর্সের ব্যবস্থা থাকছে। মেট্রো স্টেশন, বাস স্ট্যান্ডে থাকবে কড়া নজরদারি। গঙ্গাবক্ষে নজরদারিতে থাকবে রিভার প্যাট্রলিং টিম। হোটেল, পানশালা, নাইট ক্লাবে পুলিশ পিকেটিং বসানো হচ্ছে।
আরও পড়ুন: Covid Update: বিপদসঙ্কেত! বাংলায় একদিনে ২ হাজারের বেশি সংক্রমণ! কলকাতাতেই ১ হাজার পার