Municipal Election 2022: স্বচ্ছ ভাবমূর্তিতেই জোর! রাতেই প্রার্থী তালিকা প্রকাশ্যে আনছে তৃণমূল

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 30, 2021 | 10:58 PM

Municipal Election 2022: তালিকায় কোনও চমক আছে কি না, তা স্পষ্ট করে জানাননি ফিরহাদ হাকিম।

Municipal Election 2022: স্বচ্ছ ভাবমূর্তিতেই জোর! রাতেই প্রার্থী তালিকা প্রকাশ্যে আনছে তৃণমূল
কালীঘাটের বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন ফিরহাদ হাকিম

Follow Us

কলকাতা : রাজ্য নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামী ২২ ফেব্রুয়ারি রাজ্যে চার পুরনিগমে ভোট। তারই প্রস্তুতি শুরু হয়েছে সব শিবিরেই। বৃহস্পতিবারই প্রার্থী তালিকা প্রকাশ করছে তৃণমূল। বিধাননগর, আসানসোল, শিলিগুড়ি ও চন্দননগর- চার পুর নিগমের নির্বাচনের জন্য প্রার্থী তালিকা প্রস্তুত করেছে শাসক দল তৃণমূল। এ দিন কালীঘাটে জরুরি বৈঠক বসে। সেখানেই প্রার্থী তালিকা নিয়ে আলোচনা হয়। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল বিধায়ক তথা কলকাতা পুরসভার সদ্য নির্বাচিত মেয়র ফিরহাদ হাকিম জানান সর্বসম্মতিক্রমে চার পুর নিগমের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে।

এ দিন কালীঘাটের বৈঠকে ছিলেন দলের সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়। এ ছাড়াও মেয়র ফিরহাদ হাকিম, বিদায়ী পুর প্রশাসক কৃষ্ণা চক্রবর্তী, মন্ত্রী অরূপ রায়, সুজিত বসু সহ একাধিক নেতা-নেত্রী বৈঠকে যোগ দেন। সেই বৈঠকেই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন ফিরহাদ। তবে কোনও প্রার্থীর নাম প্রকাশ করেননি তিনি। এ দিন রাতে ওয়েবসাইটে প্রকাশ করা হবে তালিকা।

ফিরহাদ হাকিম জানিয়েছেন, প্রার্থী তালিকা চূড়ান্ত করার সময় মূলত কয়েকটি জিনিসের ওপর জোর দেওয়া হয়েছে। প্রার্থীর ভাবমূর্তি স্বচ্ছ কি না, তাঁর জেতার ক্ষমতা রয়েছে কি না, আর প্রার্থী তাঁর এলাকায় দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে পারবেন কি না, তা খতিয়ে দেখা হয়েছে। তবে কোনও চমকপ্রদ না রয়েছে কি না, তা তিনি স্পষ্ট করেননি।

সূত্রের খবর, প্রার্থী তালিকা চূড়ান্ত করার ক্ষেত্রে সংগঠনের ওপরই জোর দেওয়া হয়েছে। বাবুল সুপ্রিয়র নাম নিয়ে কানাঘুষো শোনা গেলেও, প্রার্থী তালিকায় তিনি জায়গা পাননি বলেই জানা যাচ্ছে। কোনও চমকপ্রদ নাম নেই বলেই খবর।

বিধাননগর পুরনিগমের প্রাক্তন মেয়র ছিলেন সব্যসাচী দত্ত। পরবর্তী সময়ে তিনি পদ্মশিবিরে যোগদানের পর মেয়র পদ ত্যাগ করেছিলেন। সেই সময় বিধাননগরের মেয়র হন কৃষ্ণ চক্রবর্তী উঠে এসেছিলেন। এই পরিস্থিতিতে, এখন ফের একবার বিধাননগরের পুরভোট। ফের একবার সব্যসাচী তৃণমূলে। তাই সব্যসাচীর নাম নিয়ে ফের জল্পনা তৈরি হয়েছে। তবে এ ব্যাপারে মুখে কুলুপ এঁটেছে তৃণমূল নেতৃত্ব।

আরও পড়ুন :  West Bengal Municipal Election 2021: বাইশের পুরভোটে কেন হাওড়া বাদ, প্রধান বিচারপতিকে ইমেল মামলাকারীর

উল্লেখ্য, রাজারহাট-নিউটাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এরই মধ্যে বিস্ফোরক অভিযোগ উঠেছে। অর্থের বিনিময়ে প্রার্থীর নাম সুপারিশ করা হচ্ছে বলে অভিযোগ। এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে লিখিত অভিযোগও জানানো হয়েছে বলেই সূত্রের দাবি। যদিও এই অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি বিধায়কের।

আরও পড়ুন : Corona in West Bengal: শুক্রবার থেকেই মাইক্রো কনটেনমেন্ট জ়োন কলকাতায়, ওমিক্রন সন্দেহভাজনদের বাড়ি যাওয়ার নির্দেশ

Next Article