Corona in West Bengal: শুক্রবার থেকেই মাইক্রো কনটেনমেন্ট জ়োন কলকাতায়, ওমিক্রন সন্দেহভাজনদের বাড়ি যাওয়ার নির্দেশ
Corona in West Bengal: রাজ্যে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। বুধবারই এক হাজার পার করেছে দৈনিক আক্রান্তের সংখ্যা।
কলকাতা : গত কয়েকদিনে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়েছে কলকাতায়। সার্বিক করোনা সংক্রমণের রেখচিত্র এতটাই উর্ধ্বমুখী যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকও। পাশাপাশি, করোনা পরিস্থিতিতে নজর রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এরপরই শহর কলকাতায় মাইক্রো কনটেনমেন্ট জ়োন তৈরি করার নির্দেশ দিল রাজ্য স্বাস্থ্য দফতর। আগামিকাল, শুক্রবার থেকেই এই প্রক্রিয়া শুরু হবে। বৃহস্পতিবার এক বৈঠকে এই নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ভবনের আধিকারিকরা।
তৈরি হবে মাইক্রো কনটেনমেন্ট জ়োন
বুধবার দক্ষিণ ২৪ পরগনায় প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, যাতে পরিস্থিতি খতিয়ে দেখে কনটেনমেন্ট জ়োন তৈরি করা যায়। এরপরই তড়িঘড়ি বৈঠকে বসেন স্বাস্থ্য ভবনের আধিকারিকরা। বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতর সিদ্ধান্ত নিয়েছে, কলকাতায় ওমিক্রন সংক্রমণ চিহ্নিত করে মাইক্রো কনটেনমেন্ট জ়োন তৈরি করা হবে।
ওমিক্রন নিয়ে সতর্কতা
ওমিক্রন আক্রান্ত হয়েছেন বা আক্রান্তের সংস্পর্শে এসেছেন, এমন কেউ থাকলে সেই এলাকাকে মাইক্রো কন্টেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। কনট্যাক্ট ট্রেসিং বা সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত করার ক্ষেত্রে জোর দেওয়ার কথা বলা হয়েছে।
ওমিক্রন সন্দেহভাজনেরা ফোন না ধরলে প্রয়োজনে বাড়ি যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি হোম আইসোলেশন ঠিকভাবে মানছেন কি না তা নিশ্চিত করার কথাও বলা হয়েছে। প্রয়োজনে জিও ট্যাগিংয়ের সাহায্য নেওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য ভবনের কর্তারা। জেলা স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এই নির্দেশ দিয়েছেন।
রাজ্যে সংক্রমণ ২০০০ পার
রাজ্যে কোভিড পরিস্থিতি যে কতটা ভয়ঙ্কর হতে চলেছে তার আঁচ আগেই পেয়েছেন বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিনে এ রাজ্যের দৈনিক সংক্রমণ ২ হাজার পার করে গেল। বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী, এ রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন ২ হাজার ১২৮ জন। এর মধ্যে কলকাতায় সংক্রমিত ১ হাজার ৯০ জন। মৃতের সংখ্যাও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ১২ জন করোনার বলি হয়েছেন। এর মধ্যে কলকাতায় মৃত্যু হয়েছে চারজনের।
তৃতীয় ঢেউয়ের দোরগোড়ায় রাজ্য!
কলকাতায় মিলেছে গোষ্ঠী সংক্রমণের ইঙ্গিত। ইতিমধ্যেই জেলায় জেলায় সতর্কবার্তা দিয়েছে স্বাস্থ্যভবন। প্রকাশ্যে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য। এক সপ্তাহের মধ্যেই একেবারে চূড়ায় পৌঁছতে পারে সংক্রমণ। দৈনিক সংক্রমণের ৩০-৩৫ হাজার ছুঁতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নমুনা পরীক্ষার হারেও বিপদ বার্তা দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য দফতরের কর্তারা জানাচ্ছেন, বেসরকারি ল্যাবে অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে টেস্ট। হাতে আসা তথ্য নতুন করে ভয় ধরাচ্ছে মনে।
সংক্রমণের তৃতীয় ঢেউ নিয়ে আর গা ছাড়া মনোভাব দেখানোর কোনও জায়গা নেই, এমনটাই বলছেন স্বাস্থ্য় দফতরের অধিকর্তারা। স্বাস্থ্য দফতরের কর্তারা প্রতিদিনের তথ্য খতিয়ে দেখে একটি অভ্যন্তরীণ বিশ্লেষণ করেছেন। জেলাগুলিকে ইতিমধ্যেই তৃতীয় ঢেউ নিয়ে সতর্কবার্তা জারি করেছেন স্বাস্থ্য অধিকর্তারা।
আরও পড়ুন : Flights Cancelled Covid Surge: ফের কলকাতায় বিমান অবতরণে নিষেধাজ্ঞা! ব্রিটেন ফেরত বিমানে না নবান্নের