সোমবার ওলা-উবের ধর্মঘট কলকাতায়, নামবে না ২৫ হাজার ক্যাব

Mar 14, 2021 | 6:00 PM

মূলত পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির এবং তার সঙ্গে কমিশন বাড়ানোর দাবিতে এই প্রতিবাদ। তবে মহিলাদের নিরাপত্তা আর কথা মাথায় রেখে বিকেল ৫টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত গাড়ি চালানো হবে।

সোমবার ওলা-উবের ধর্মঘট কলকাতায়, নামবে না ২৫ হাজার ক্যাব
ফাইল ছবি

Follow Us

কলকাতা: সপ্তাহের প্রথম কাজের দিনেই ভোগান্তির শিকার হতে পারেন সাধারণ মানুষ। সোমবার সকাল ৫ টা থেকে সন্ধ্যা ৫ টা পর্যন্ত প্রতীকী ধর্মঘট পালন করবে শহর কলকাতা (Kolkata) তিনটি বেসরকারি অ্যাপ ক্যাব (App Cab) অ্যাসোসিয়েশন। কলকাতায় চলবে না প্রায় ২৫ হাজার অ্যাপ ক্যাব।

মূলত পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির এবং তার সঙ্গে কমিশন বাড়ানোর দাবিতে এই প্রতিবাদ। তবে মহিলাদের নিরাপত্তা আর কথা মাথায় রেখে বিকেল ৫টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত গাড়ি চালানো হবে। আগামিকাল নিজেদের মধ্যে বৈঠক বসবে সংগঠনগুলি আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে এই ধর্মঘটে লাগাতার করা হবে কিনা সে বিষয়ে।

আরও পড়ুন: দেগঙ্গার দেওয়ালে দেওয়ালে মুখ্যমন্ত্রীর ‘ভাঙা পা’, জোড়াফুলের হুঁশিয়ারি ‘খেলা হবে’

কয়েকদিন আগেই এই ধরনের একটি প্রতীকী প্রতিবাদে সামিল হয়েছিল সংগঠনগুলি। ওই প্রতিবাদী ভালো সারা মেলায় আবার ধর্মঘটের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তাদের বক্তব্য, পেট্রোল–ডিজেলের মূল্য মারাত্মক হারে বেড়েছে। কিন্তু ভাড়া একই রয়ে গিয়েছে। তাই এই সিদ্ধান্ত নিতে হচ্ছে। ভাড়া না বাড়ালে ধর্মঘট জারি থাকবে।

Next Article