কলকাতা: ফের রাজ্যে আসছে কোভ্যাক্সিন (COVAXIN)। আজ, বুধবার রাজ্যে আসছে ১ লক্ষ ১২ হাজার ২৩০ ডোজ় কোভ্যাক্সিন। পর পর তিন দিনে ভ্যাকসিন এল প্রায় ৮ লক্ষ ১৪ হাজার ৪০৩ ডোজ়। যার বেশিরভাগই কোভিশিল্ড। রাজ্যে টিকা সঙ্কট মেটাতে উদ্যোগী কেন্দ্র।
প্রসঙ্গত, গত ২৬ জুলাই দেড় লক্ষ কোভ্যাক্সিন হাতে পায় স্বাস্থ্য় দফতর। হায়দরাবাদের সংস্থা ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন বিমানবন্দরে আসে। পরে তা রাজ্য সরকারের বাগবাজারের স্টোরে রাখা হয়।
জুলাই মাসেই দু’দফায় প্রায় আড়াই লক্ষ কোভ্যাক্সিন আসার কথা ছিল। কিন্তু পরে তা বাতিল হয়ে যায়। রাজ্যে টিকা সঙ্কট চরমে ওঠে। এদিকে, কোভিশিল্ডেরও আকাল দেখা যায়। চরম ভোগান্তির মুখে পড়তে হয় সাধারণ মানুষকে। ভ্যাকসিনের আকাল মেটাতে রাজ্যে মঙ্গলবারই আসে ৩ লক্ষ ৩১ হাজার ৩৩০ ডোজ় কোভিশিল্ড। কেন্দ্রের তরফে পাঠানো হয় এই ভ্যাকসিন।
মঙ্গলবার আরও ৩ লক্ষ ৭০ হাজার ৮৪০ ডোজ় কোভিশিল্ড আসে। এটাও কেন্দ্রের তরফে পাঠানো হচ্ছে রাজ্যে। মোট ৭ লক্ষ ২ হাজার ১৭০ ডোজ় ভ্যাকসিন একই দিনে আসছে। এর ফলে কিছুটা হলেও রাজ্যে ভ্যাকসিনের অভাব মিটবে।
আজ, বুধবার পুরসভার সব স্বাস্থ্যকেন্দ্রগুলিতে কোভিশিল্ড দেওয়া হবে। বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেয় কলকাতা পুরনিগম। কোভ্যাকসিন হাতে পেলেই জেলায় জেলায় টিকা বিতরণ শুরু করার পরিকল্পনা রয়েছে স্বাস্থ্য দফতরের। আরও পড়ুন: অস্তিত্বই নেই, অথচ এমন পড়ুয়ার নামে সংখ্যালঘু বৃত্তি! কেন্দ্রীয় প্রকল্পের ২৫ লক্ষ টাকা নয়ছয় শিলিগুড়িতে