Durga Puja: পুজোর মাঝে আন্দোলন শুরু হলে? কী ব্যবস্থা রাখছে পুলিশ, জানালেন সিপি

সুজয় পাল | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 04, 2024 | 2:30 PM

Durga Puja: এবার শহরে পুলিশের অনুমতি পাওয়া মোট পুজোর সংখ্যা ১৯০৫টি। নিরাপত্তায় বাড়তি নজর দিচ্ছে পুলিশ। রয়েছে হেল্পলাইনের ব্যবস্থাও।

Durga Puja: পুজোর মাঝে আন্দোলন শুরু হলে? কী ব্যবস্থা রাখছে পুলিশ, জানালেন সিপি
সিপি মনোজ ভার্মা
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: দুর্গা পূজার সময় শহরে যাতে কোনওরকম গণ্ডগোল না হয়, সাধারণ মানুষ যাতে শান্তিপূর্ণভাবে ঠাকুর দেখতে পারেন, তার সব ব্যবস্থাই করা হয়েছে বলে জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। তিনি জানিয়েছেন, কোনও অসুবিধা হলে হেল্পলাইনে ফোন করে সাহায্য চাওয়া যাবে। ট্রাফিক সহ সব ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার কলকাতার পুজোর ম্যাপ উদ্বোধনে গিয়ে সিপি জানান, পুলিশের তরফ থেকে ঠিক কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে। গত ২ মাস ধরে কলকাতা শহর যেভাবে প্রতিবাদে, আন্দোলনে উত্তপ্ত হয়েছে, তাতে পুলিশি তৎপরতা বেড়েছে আরও। পুজোর মাঝে প্রতিবাদ আন্দোলন শুরু হলে কী করবে পুলিশ? কমিশনার মনোজ ভার্মা বলেন, ”সব ব্যবস্থা করা আছে। আশা করি, পুজোয় কোথাও কোনও বাধা সৃষ্টি হবে না।”

এই খবরটিও পড়ুন

উল্লেখ্য, এবার শহরে পুলিশের অনুমতি পাওয়া মোট পুজোর সংখ্যা ১৯০৫টি। পুজোয় যান নিয়ন্ত্রণ করতে ১৮ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ১০৪ জন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার, ৫৫০ জন সার্জেন্ট ও সাব ইন্সপেক্টর, ৩৬০০ জন কনস্টেবল ও ৫৪০০ জন অস্থায়ী হোমগার্ড রাস্তায় মোতায়েন থাকবে। মহিলা ও শিশুদের নিরাপত্তায় বাড়তি নজর চালু দেওয়া হচ্ছে। সিপির আবেদন, পুজোয় শান্তি বজায় রাখার জন্য সবাই সহযোগিতা করবেন।

Next Article