কলকাতা : ভারত বনাম নিউজ়িল্যান্ডের তৃতীয় টি-২০ আন্তর্জাতিক ম্যাচ। আর তা নিয়েই এখন পারদ চড়ছে তিলোত্তমায়। বহুদিন পর আন্তর্জাতিক ম্যাচ পেয়েছে ক্রিকেটের নন্দনকানন। ক্রিকেট জ্বরে কাবু শহরবাসী। আর তার আগে ম্য়াচের নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটসাট করতে তৎপর কলকাতা পুলিশ। ম্যাচের একদিন আগে থেকেই তাজ হোটেলে টিমের নিরাপত্তার জন্য পুলিশি ব্যবস্থা রাখা হয়েছে। পাঁচ জন এসিস্ট্যান্ট কমিশনার ও এক জন ডিসি থাকছেন দায়িত্বে। হোটেলের চারপাশ ঘিরে রাখা হয়েছে কড়া পুলিশি প্রহরায়। তৈরি রয়েছে কমব্যাট ফোর্সও। হোটেলের আশেপাশে সাদা পোশাকেও পুলিশকর্মীদের মোতায়েন করা হয়েছে।
হোটেল থেকে টিমকে ইডেন গার্ডেন্স পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য তৈরি রাখা হয়েছে আলাদা পুলিশ এসকর্ট টিম। নিউজ়িল্যান্ড ও ভারতীয় দলের বাসের জন্য আলাদা এসকর্ট টিম রাখা হচ্ছে। প্রত্যেক দলের এসকর্টের দায়িত্বে থাকবেন একজন করে পুলিশ ইন্সপেক্টর।
উল্লেখ্য, ম্যাচের দুই দিন আগে থেকেই ইডেনের নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করে রেখেছে কলকাতা পুলিশ। তিনটি আলাদা আলাদা শিফটে নজরদারি চালাচ্ছেন পুলিশকর্মীরা। প্রত্যেক শিফটের দায়িত্বে থাকছেন একজন করে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদাধিকারী আধিকারিক। এর পাশাপাশি মাঠের ভিতরের নিরাপত্তার জন্য ইডেন গার্ডেন্সকে চারটি পৃথক সেক্টরে ভাগ করেছে কলকাতা পুলিশ। প্রত্যেকটি সেক্টরের দায়িত্বে রয়েছেন একজন করে ডিসি পদাধিকারী। এ ছাড়া ক্লাব হাউস ও মাঠের বাউন্ডারির ভিতরের অংশের দায়িত্বেও একজন করে ডিসি পদমর্যাদার পুলিশ আধিকারিক থাকছেন।
নিরাপত্তা ব্যবস্থায় কোনও খামতি রাখতে চাইছে না কলকাতা পুলিশ। এর জন্য ইডেন গার্ডেন্সের বাইরের অংশকে পাঁচটা সেক্টরে ভাগ করেছে কলকাতা পুলিশ। এক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরের দায়িত্বে থাকছেন একজন করে ডিসি পদাধিকারী। ম্যাচ শেষে বেরোনোর পর দর্শকদের নিরাপত্তার জন্য ইডেন সংলগ্ন বাস স্ট্যান্ডগুলিতেও বাড়তি পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। মাঠের বাইরে পাঁচটি পুলিশ সহায়তা কেন্দ্র তৈরি করা হচ্ছে। এর পাশাপাশি, মাঠের চারপাশে নজর রাখার জন্য ৯ টি ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে। প্রস্তুত রাখা হচ্ছে তিনটি কুইক রেসপন্স টিম এবং ১১টি বালির বাঙ্কার।
ইতিমধ্যেই কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, রবিবার রাত সাড়ে ১০টায় এসপ্ল্যানেড স্টেশন থেকে দক্ষিণেশ্বর এবং কবি সুভাষ স্টেশনের দিকে আপ-ডাউন মিলিয়ে এক জোড়া অতিরিক্ত ট্রেন চালানো হবে। শুধুমাত্র স্মার্ট কার্ড বিক্রির জন্য এসপ্ল্যানেড স্টেশনে বুকিং কাউন্টার খোলা থাকবে। কোনও টোকেন দেওয়া হবে না। যাত্রীদের সুবিধার্থে আপ-ডাউন উভয় দিকে সমস্ত স্টেশনে ট্রেন দাঁড়াবে। উল্লেখ্য, রবিবার ১২০টি মেট্রো চলাচল করলেও অতিরিক্ত পরিষেবা হিসেবে এই ট্রেন চালানো হবে।
প্রসঙ্গত, ২১ নভেম্বর ভারত-নিউজিল্যান্ড তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ হবে কলকাতায়। এরপর ফের ১২ ফেব্রুয়ারি ২০২২ ভারত-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় একদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে ইডেনে। ভারত সফরে তিনটে টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ ও দু’টো টেস্ট খেলবে নিউজিল্যান্ড। ভারত সফরে তিনটে একদিনের ম্যাচের সিরিজ আর তিনটে টি-টোয়েন্টি খেলবে ওয়েস্ট ইন্ডিজ।
আরও পড়ুন : Rohit Sharma: এ কেমন ঘটনা, রোহিতের পায়ে ডাইভ এক সমর্থকের