Kolkata Police: আরজি কর কাণ্ডের পর শিক্ষা নিল পুলিশ! তৈরি হল বিশেষ ‘মডিউল’
Kolkata Police: আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর পর শীর্ষ আদালতে স্বতঃপ্রণোদিত মামলা হয়। সেখানেই দেশের সব হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।
কলকাতা: তিলোত্তমা-কাণ্ড থেকে শিক্ষা নিল কলকাতা পুলিশ। আরজি করের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। নিরাপত্তা থেকে শুরু করে তদন্ত প্রক্রিয়া, সব ক্ষেত্রেই প্রশ্নের মুখে পড়েছে পুলিশ। আন্দোলনকারীদের দাবি মেনে খোদ পুলিশ কমিশনার পদ থেকে সরতে হয়েছে বিনীত গোয়েলকে। এবার ভোলবদল করতে চলেছে পুলিশ। নিরাপত্তা নিয়ে যাতে আর কোনও প্রশ্ন না ওঠে, তার জন্য বিশেষ প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হয়েছে।
লালবাজার সূত্রের খবর, সরকারি হাসপাতালের নিরাপত্তা নিয়ে বিশেষ ভাবনা শুরু হয়েছে কলকাতা পুলিশের অন্দরে। সব সরকারি হাসপাতালের বেসরকারি নিরাপত্তারক্ষীদের দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ। সেই জন্য প্রশিক্ষণ শিবিরেরও ব্যবস্থা করা হয়েছে পুলিশের তরফে।
এই প্রশিক্ষণের জন্য তৈরি করা হচ্ছে বিশেষ মডিউল। মডিউলের দায়িত্বে থাকছেন অতিরিক্ত পুলিশ কমিশনার, যুগ্ম কমিশনার অর্গানাইজেশন, যুগ্ম কমিশনার ট্রেনিং-এর মতো অফিসাররা। ট্রেনিং পরিচালনা করার দায়িত্বে থাকছেন যুগ্ম পুলিশ কমিশনার ট্রেনিং। ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে কলকাতার সব সরকারি হাসপাতালের বেসরকারি নিরাপত্তারক্ষীদের তালিকা।
লালবাজার সূত্রে খবর, আলাদা আলাদা ব্যাচ ভাগ করে, টানা তিন দিন ধরে ট্রেনিং দেওয়া হবে ওই বেসরকারি নিরাপত্তারক্ষীদের।
উল্লেখ্য, আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর পর শীর্ষ আদালতে স্বতঃপ্রণোদিত মামলা হয়। সেখানেই দেশের সব হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। সুপ্রিম কোর্ট বেশ কিছু গাইডলাইন তৈরি করে দেয়। হাসপাতালের নিরাপত্তা কীভাবে বাড়াতে হবে, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আত্মবিশ্বাস কীভাবে বাড়াতে হবে, সেই নির্দেশও দেওয়া হয়েছিল।