Congress-CPIM: সভাপতি শুভঙ্করের সামনেই ধর্মতলায় মীনাক্ষীদের বার্তা অধীরের, তলে তলে পাকাচ্ছে কোন রসায়ন?
Congress-CPIM: দিল্লি 'নরমপন্থী' শুভঙ্কর সরকারকে সভাপতি করলেও অধীর চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরোধিতা সুর চড়িয়ে যাবেন তা স্পষ্ট। তার সঙ্গে সাযুজ্য রেখেই অধীর চৌধুরী স্বাস্থ্য আর পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করলেন বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের।
কলকাতা: ধর্মতলায় পাশের মঞ্চে আরজি করের বিচারের দাবিতে বামেদের আন্দোলন চলছে, সেই একই সময় কংগ্রেসের ধরনা মঞ্চ থেকে বক্তৃতা রাখছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। মীনাক্ষী মুখোপাধ্যায়ের বক্তৃতার একবারে শেষ লগ্নে নিজের বক্তব্য শুরু করেন কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য।
প্রদেশ নেতৃত্বে পালাবদলের পর এখনই নতুন করে আনুষ্ঠানিকভাবে বামেদের সঙ্গে জোট এগিয়ে নিয়ে যাওয়া অধীরের পক্ষে সুযোগ হয়তো নেই। তবুও পাশের মীনাক্ষীদের বাম মঞ্চকে উষ্ণ অভিনন্দন জানালেন অধীর। বার্তা দিলেন তিনি। বুঝিয়ে দিলেন তাঁর তরফ থেকে বাম-কং জোটের উষ্ণতা এখনও অব্যাহত রয়েছে।
মঞ্চ থেকেই অধীর বলেন, “আন্দোলনের নেত্রী মীনাক্ষী পাশের মঞ্চে রয়েছেন। তাদের কর্মীরা এসেছেন। তাদের অভিনন্দন জানাই। উভয়ের আন্দোলনের বক্তব্য এক, ধরনে আলাদা। কিন্তু উদ্দেশ্য এক।” প্রসঙ্গত, প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কোনও কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন শুভঙ্কর সরকার। এদিনের ধরনা থেকে বিজেপির সুরেই করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি।
দিল্লি ‘নরমপন্থী’ শুভঙ্কর সরকারকে সভাপতি করলেও অধীর চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরোধিতা সুর চড়িয়ে যাবেন তা স্পষ্ট। তার সঙ্গে সাযুজ্য রেখেই অধীর চৌধুরী স্বাস্থ্য আর পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করলেন বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সুর চড়িয়েছেন অধীরও। বলছেন, “সিবিআইকে বলব পুলিশ মন্ত্রীকে যেন ছেড়ে দেওয়া না হয়। তাঁকেও জিজ্ঞাসাবাদ করা উচিত। তিনি কী কারণে বলেছিলেন ৭ দিনে সব গ্রেফতার করে তদন্ত শেষ করে দেব। পুলিশ এই স্বাস্থ্য দুই তাঁর দফতর। নৈতিক কারণে তাঁর পদ থেকে সরে যাওয়া উচিত।”