Durga Puja 2024: এবারের পুজোর দিনগুলিতে বিদ্যুতের চাহিদা সর্বাধিক, জানালেন বিদ্যুৎমন্ত্রী

Durga Puja 2024: রাজ্য সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী, এ বছর সমস্ত পুজো প্যান্ডেলে বিদ্যুতের বিলে ৭৫ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। ডব্লুবিএসইডিসিএল-এর ধারনা, অস্থায়ী বিদ্যুৎ সংযোগ আবেদনের সংখ্যা এই বছর গত বছরের তুলনায় ৪৭,২৭৫ কেও ছাড়িয়ে যাবে। পুজোর সময় রাজ্যজুড়ে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখতে ২৪X৭ ১৫৯১টি অফিস খোলা থাকছে।

Durga Puja 2024: এবারের পুজোর দিনগুলিতে বিদ্যুতের চাহিদা সর্বাধিক, জানালেন বিদ্যুৎমন্ত্রী
গতবারের সন্তোষ মিত্র স্কোয়ারের মণ্ডপ। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 26, 2024 | 6:21 PM

কলকাতা: এ বছর পুজোর দিনগুলিতে বিদ্যুতের চাহিদা সর্বাধিক রয়েছে বলে জানালেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে বিদ্যুৎমন্ত্রী জানান, এই বছর পুজোর দিনগুলোতে বিদ্যুতের চাহিদা সর্বাধিক রয়েছে। এই চাহিদা ১০,৪০০ মেগাওয়াট হওয়ার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে বিদ্যুৎমন্ত্রী জানান, গোটা বর্ষাকালজুড়েই ২৪X৭ কন্ট্রোল রুম খোলা ছিল। গত দু’ মাস ধরে এই কন্ট্রোল রুম চলছে। পুজোর জন্য এই কন্ট্রোল রুমকে ব্যবহার করা হবে। জগদ্ধাত্রী পুজোর শেষ পর্যন্ত এই কন্ট্রোলরুম খোলা থাকবে।

এদিন বিদ্যুৎমন্ত্রী জানান, ২০১১ সালে যখন অস্থায়ীভাবে দুর্গাপুজোর বিদ্যুৎ সংযোগ দেওয়া হতো তখন ২০ হাজার ৯৭০টি পুজো কমিটিকে সংযোগ দেওয়া হয়। ২০২৩ সালে সংযোগ দিতে হয়েছে ৪৭ হাজার ২৭৫টি পুজো কমিটিকে।

রাজ্য সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী, এ বছর সমস্ত পুজো প্যান্ডেলে বিদ্যুতের বিলে ৭৫ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। ডব্লুবিএসইডিসিএল-এর ধারনা, অস্থায়ী বিদ্যুৎ সংযোগ আবেদনের সংখ্যা এই বছর গত বছরের তুলনায় ৪৭,২৭৫ কেও ছাড়িয়ে যাবে। পুজোর সময় রাজ্যজুড়ে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখতে ২৪X৭ ১৫৯১টি অফিস খোলা থাকছে।

পুজোয় বিশেষ নজর-

২৪X৭ মোবাইল ভ্যান পরিষেবা থাকবে। মোট মোবাইল ভ্যান সংখ্যা থাকবে ৩,৩,৭৮টি

পর্যাপ্ত আধিকারিক ও বিদ্যুৎকর্মীর থাকবেন

বিদ্যুৎ ভবনে ২টি কন্ট্রোল রুম সবসময় খোলা থাকবে পুজোর সময়। যার যেখানে যখন অসুবিধা হবে কন্ট্রোল রুমে যোগাযোগ করতে পারবেন

8900793503, 8900793504 কন্ট্রোল রুমের নম্বর

সিইএসসির নম্বর 9831079666, 9831083700

সমস্ত পুজো কমিটিগুলির কাছে আবেদন করা হয়েছে, বিদ্যুৎ দফতরের পক্ষ থেকে সঠিক চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সংযোগ নেওয়ার জন্য অনুরোধ। বিদ্যুতের তারের নিচে কোনও স্থানে প্যান্ডেল করা থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে। মণ্ডপের লোক সমাগম স্থল থেকে নিরাপদ দূরত্বে মণ্ডপের বিদ্যুৎ সংযোগ রাখতে বলা হয়েছে। কোথাও কাটা তার ব্যবহার করতেও নিষেধ করা হয়েছে।