২০ আমাদের যা-যা দিয়ে গেল
বিষ বছর দু-হাজার বিশ থেকে কি কি অমৃত পেলাম সেগুলোই জেনে নেব এক এক করে এই ভিডিও থেকে।
২০২০-কে বিদায় জানিয়ে ২০২১-এ পা রাখল পৃথিবী। নিউ নর্ম্যাল থেকে নেক্সট নর্ম্যাল-এ যাওয়ার জন্য প্রস্তুত সবাই। কিন্তু ফেলে আসা ২০২০ থেকে আমরা যা-যা শিখলাম, তার একটা দীর্ঘ তালিকা রয়েছে। সেই তালিকা শুধুই বেদনা দিয়েছে তা নয়, বহুক্ষেত্রে দেখা গিয়েছে বেশ কিছু ভাল শিক্ষাও দিয়েছে ২০২০। কিছু না-কিছু ভাল অভ্যেস তৈরি হয়েছে প্রায় সকলেরই, যেগুলো ছোট থেকে বহু চেষ্টার পরও বদলায়নি। অনেক নতুন শব্দ শেখা হয়েছে। ভুরি-ভুরি ভাল ওয়েব সিরিজ, ভাল গান উপহার দিয়েছে ২০২০। বিষ বছর দু-হাজার বিশ থেকে কি কি অমৃত পেলাম সেগুলোই জেনে নেব এক এক করে এই ভিডিও থেকে।
Published on: Jan 04, 2021 06:56 PM
Latest Videos