শোভন-বৈশাখীর ঘরে ঝুলল তালা! ছিঁড়ে দেওয়া হল নেমপ্লেট
কলকাতা: বিজেপি দফতরে শোভন বৈশাখীর ঘরে ঝুলল তালা; ছিঁড়ে ফেলা হল যত্ন করে লাগানো নেমপ্লেট। আলিপুর থেকে দলের পদযাত্রায় শোভন চট্টোপাধ্যায়ের (Sovan Chatterjee) অংশ না নেওয়ার কারণে চরম বিব্রত বিজেপি। আর তাতেই কি এই সিদ্ধান্ত? রাজনৈতিক মহলে তুঙ্গে জল্পনা। যদিও বিজেপির তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিজেপির রাজ্য অফিসের পিছনে ঘরটি বরাদ্দ ছিল […]
কলকাতা: বিজেপি দফতরে শোভন বৈশাখীর ঘরে ঝুলল তালা; ছিঁড়ে ফেলা হল যত্ন করে লাগানো নেমপ্লেট। আলিপুর থেকে দলের পদযাত্রায় শোভন চট্টোপাধ্যায়ের (Sovan Chatterjee) অংশ না নেওয়ার কারণে চরম বিব্রত বিজেপি। আর তাতেই কি এই সিদ্ধান্ত? রাজনৈতিক মহলে তুঙ্গে জল্পনা। যদিও বিজেপির তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বিজেপির রাজ্য অফিসের পিছনে ঘরটি বরাদ্দ ছিল মুকুল রায়ের জন্য। গত ২৭ ডিসেম্বরই কলকাতা জোনের পর্যবেক্ষক ঘোষণা করা হয় শোভনকে। আর সহ পর্যবেক্ষক ঘোষণা করা হয় বৈশাখীকে। এরপরই মুরলীধর সেন লেনে মুকুলের ঘরটি দেওয়া হয় তাঁদের। দলে যোগ দেওয়ার প্রায় দেড় বছর পরে দায়িত্ব পান শোভন-বৈশাখী। তার আগে অবশ্য রাজনৈতিক মহল দেখেছে বৈশাখীর গোসা ও তাঁর মান ভাঙাতে শোভনের আপ্রাণ প্রয়াসকেই।
আরও পড়ুন: কেন মিছিলে এলেন না শোভন? ইঙ্গিত দিলেন দিলীপ
রাজনৈতিক মহলের একটি সূত্রের খবর, এদিন নাকি ফের গোসা হয়েছে বৈশাখীর। তাই তিনি মিছিলে আসেননি। আর তাতেই নাকি এলেন না শোভন! এদিন অবশ্য শেষ পর্যন্ত ড্যামেজ কন্ট্রোলে নামেন অর্জুন সিং, কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়।