কলকাতা: বড়দিনের উন্মদনায় মজেছে শহর কলকাতা। উৎসবমুখর মহানগরী। আলোয় ঝলমল করছে পার্ক স্ট্রিট থেকে বো-ব্যারাক। রাত যত বাড়ছে ভিড় তত বাড়ছে। রাতেই পর্তুগিজ চার্জে গিয়ে প্রার্থনা করতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। শহরের সমস্ত গির্জাতেই চলছে প্রার্থনা। ভিড় বাড়ছে সেন্ট পলস ক্যাথিড্রালের সামনেও। শহর তো বটেই, শহরতলি থেকেও বড়দিনের উন্মাদনায় সামিল হতে এসেছেন বহু মানুষ। একেবারে যেন দুর্গাপুজোর ভিড়।
একজন তো বললেন, সারারাত পার্কস্ট্রিট ঘুরব। তারপর বাড়ি। কালও সকাল সকাল চলে আসব। পাশেই দাঁড়িয়ে ছিলেন সোদপুর থেকে আসা এক মহিলা। তাঁরও প্ল্যান গোটা রাতের। বললেন, “ঘুরব, খাব। বাড়ি ফেরার কোনও প্ল্যান নেই। কালও পরিবার নিয়ে আসার ইচ্ছা আছে। দেখা যাক! সারা বছর তো কাজ করি। এই ক’টা দিন যদি একটু আনন্দ না করি তাহলে আর কী করলাম।”
একই ছবি পার্ক স্ট্রিটেও। প্রতি বছরের মতো এবারও সেখানে নেমেছে মানুষের ঢল। চলছে ঘোরাঘুরি, সঙ্গে দেদার খাওয়া-দাওয়া। রাত যত বাড়ছে পার্ক স্ট্রিটে ভিড়ের ছবিটা যেন ততই বেড়ে চলেছে। যেদিকে চোখ যায় সেদিকেই শুধু সান্টার লাল-সাদা টুপির ছড়াছড়ি। বেহালা থেকে এসেছেন এক তরুণী। বড়দিনের রাতে বরাবরই তাঁর প্রথম পছন্দ এই পার্ক স্ট্রিটই। হাসতে হাসতেই বললেন, “পার্ক স্ট্রিটেই এই ঐতিহ্য খুব ভাল লাগে। এখানকার গরিমা খুব টানে। তাই বারবার ছুটে ছুটে চলে আসি।”