Kolkata Weather Update: পৌষে কুপোকাত শীত, একলাফে ৩ ডিগ্রি বাড়ল তিলোত্তমার তাপমাত্রা

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 26, 2022 | 1:23 PM

Weather Update: আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গেল ২০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে।

1 / 6
শহরজুড়ে উৎসবের মরসুম। বড়দিন কেটেছে। তবে এখনও বাকি নতুন বছরের উদযাপন। থিকথিকে ভিড় বিনোদন পার্ক থেকে শুরু করে পর্যটনস্থলে। হালকা শীতের আমেজ শহরে। (ফাইল চিত্র)

শহরজুড়ে উৎসবের মরসুম। বড়দিন কেটেছে। তবে এখনও বাকি নতুন বছরের উদযাপন। থিকথিকে ভিড় বিনোদন পার্ক থেকে শুরু করে পর্যটনস্থলে। হালকা শীতের আমেজ শহরে। (ফাইল চিত্র)

2 / 6
সপ্তাহের শুরুর দিনও কুয়াশার চাদরে মোড়া তিলোত্তমার আকাশ। বেলা বাড়লে রোদের অল্প-বিস্তর দাপট থাকলেও সেই অর্থে বেশ আরামদায়ক আবহাওয়াই উপভোগ করছে রাজ্যবাসী। (ফাইল চিত্র)

সপ্তাহের শুরুর দিনও কুয়াশার চাদরে মোড়া তিলোত্তমার আকাশ। বেলা বাড়লে রোদের অল্প-বিস্তর দাপট থাকলেও সেই অর্থে বেশ আরামদায়ক আবহাওয়াই উপভোগ করছে রাজ্যবাসী। (ফাইল চিত্র)

3 / 6
তবে চলতি বছরের ডিসেম্বরে শীতের আমেজ থেকে কিছুটা বঞ্চিত হতে হল রাজ্যবাসীকে। আর এর জন্য দায়ি ঘূর্ণাবর্ত। পশ্চিমী ঝঞ্ঝা আর বিপরীত ঘূর্ণাবর্তের জোড়া ফলায় উধাও শীত। যার জেরে আরও বাড়ল তাপমাত্রা। (ছবি: অরিত্র ঘোষ)

তবে চলতি বছরের ডিসেম্বরে শীতের আমেজ থেকে কিছুটা বঞ্চিত হতে হল রাজ্যবাসীকে। আর এর জন্য দায়ি ঘূর্ণাবর্ত। পশ্চিমী ঝঞ্ঝা আর বিপরীত ঘূর্ণাবর্তের জোড়া ফলায় উধাও শীত। যার জেরে আরও বাড়ল তাপমাত্রা। (ছবি: অরিত্র ঘোষ)

4 / 6
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গেল ২০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের চেয়ে ৬ ডিগ্রি বেশি। ২ দিনে পারদ চড়ল পাক্কা ৫ দশমিক ৫ ডিগ্রি। (ছবি: অরিত্র ঘোষ)

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গেল ২০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের চেয়ে ৬ ডিগ্রি বেশি। ২ দিনে পারদ চড়ল পাক্কা ৫ দশমিক ৫ ডিগ্রি। (ছবি: অরিত্র ঘোষ)

5 / 6
আবহবিদরা বলছেন, উত্তুরে হাওয়ার জোগান কমেছে। সেই সঙ্গে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে। দুয়ে মিলিয়ে মাঝ পৌষে শীত একেবারে কুপোকাত। (ছবি: অরিত্র ঘোষ)

আবহবিদরা বলছেন, উত্তুরে হাওয়ার জোগান কমেছে। সেই সঙ্গে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে। দুয়ে মিলিয়ে মাঝ পৌষে শীত একেবারে কুপোকাত। (ছবি: অরিত্র ঘোষ)

6 / 6
তবে আশার খবর, বর্ষশেষে কমতে পারে তাপমাত্রা। ফিরতে পারে শীত। কিন্তু জাঁকিয়ে শীত পড়বে কি না, তা নিয়ে সংশয় থাকছেই। (ছবি: অরিত্র ঘোষ)

তবে আশার খবর, বর্ষশেষে কমতে পারে তাপমাত্রা। ফিরতে পারে শীত। কিন্তু জাঁকিয়ে শীত পড়বে কি না, তা নিয়ে সংশয় থাকছেই। (ছবি: অরিত্র ঘোষ)

Next Photo Gallery