Kunal Ghosh on RG Kar Case: ‘৪ দিন সময়, নয়ত…’, তিলোত্তমার বাবাকে আইনি চিঠি পাঠালেন কুণাল
Kunal Ghosh on RG Kar Case: তবে তিলোত্তমার বাবা দাবি করেছেন এখনও পর্যন্ত তিনি এই সংক্রান্ত কোনও রকম চিঠি পাননি। চিঠি পেলে জবাব দেবেন। পাল্টা এও বলেন, "আমরা তো ফাইনালি বলতে পারি না..তবে উনি গিয়েছিলেন। কী কারণে গিয়েছিলেন? সিবিআই সেটা সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। বলছে কুণাল আমাদের অফিসে আসেননি।"

কীসের জন্য তিলোত্তমার বাবার বিরুদ্ধে নোটিস কুণালের?
তৃণমূল নেতার দাবি, তিলোত্তমার বাবা সংবাদ-মাধ্যমে বলেছেন, “সিবিআই টাকা খেয়ে তদন্ত নষ্ট করেছে। রাজ্য সরকার টাকা দিয়েছে। কুণাল ঘোষ সিজিওতে গিয়ে সেটল করেছে।” কুণালের দাবি, কোর্টে এই কথার প্রমাণ করতে হবে তিলোত্তমার বাবাকে। নতুবা মামলা করবেন তিনি।
কুণাল কী লিখেছেন?
আজ, মঙ্গলবার কুণাল ঘোষ নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছেন তিলোত্তমার বাবার প্রতি পূর্ণ সম্মান ও সহমর্মিতা রয়েছে তাঁর। তবে তিনি যা ইচ্ছা তাই বলতে পারেন না। তৃণমূল নেতার দাবি, যে যা শেখাবে তাই তিলোত্তমার বাবা বলে যাবেন তা হতে পারে না।
তবে তিলোত্তমার বাবা দাবি করেছেন এখনও পর্যন্ত তিনি এই সংক্রান্ত কোনও রকম চিঠি পাননি। চিঠি পেলে জবাব দেবেন। পাল্টা এও বলেন, “আমরা তো ফাইনালি বলতে পারি না..তবে উনি গিয়েছিলেন। কী কারণে গিয়েছিলেন? সিবিআই সেটা সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। বলছে কুণাল আমাদের অফিসে আসেননি। এখানেই দ্বন্দ্ব তৈরি হয়েছে। এই জন্যই অভিযোগ করতে বাধ্য হয়েছি। নির্মল ঘোষকে যেদিন জিজ্ঞাসাবাদ করা হয়, তার দুদিন কী তিনদিন পর গিয়েছিলেন। কেন গিয়েছিলেন জানি না। তবে উনি আরও নোটিস পাঠান তখন ব্যাপার বুঝে যাব।”

