Kunal Ghosh: কর্মবিরতি তুলতে হঠাৎ এখন কেন সিনিয়র ডাক্তাররা জুনিয়রদের বোঝাচ্ছেন? সবটা বলে দিলেন কুণাল

Pradipto Kanti Ghosh | Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 04, 2024 | 3:07 PM

Kunal Ghosh: কুণালের বক্তব্য, এখন সিনিয়র চিকিৎসকরা জুনিয়রদের কর্মবিরতিতে যেতে বারণ করছেন কারণ পুজোর সময় তাঁদের টিকিট কাটা রয়েছে দেশ-বিদেশে। তাঁরা বেড়াতে যাবেন। তাঁদের কাজ সামলাতে হবে জুনিয়রদের। কারণ জুনিয়র চিকিৎসকরা যদি কর্মবিরতি চালান তাহলে সিনিয়র ডাক্তাররা বেড়াতে যেতে পারবেন না।

Kunal Ghosh: কর্মবিরতি তুলতে হঠাৎ এখন কেন সিনিয়র ডাক্তাররা জুনিয়রদের বোঝাচ্ছেন? সবটা বলে দিলেন কুণাল
কুণাল ঘোষ, তৃণমূল নেতা
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: রাজ্যে কর্মবিরতি কি উঠে যাচ্ছে জুনিয়র ডাক্তারদের? সিনিয়র চিকিৎসকদের একাংশ যখন বলছেন যে, সব সময় কর্মবিরতি করেই সমাধান সম্ভব নয়। সেই আবহে আবারও মুখর তৃণমূলের প্রথম সারির নেতা কুণাল ঘোষ। এবার তাঁর ‘বেনজির’ আক্রমণ সিনিয়র চিকিৎসকদের।

কুণালের বক্তব্য, এখন সিনিয়র চিকিৎসকরা জুনিয়রদের কর্মবিরতিতে যেতে বারণ করছেন কারণ পুজোর সময় তাঁদের টিকিট কাটা রয়েছে দেশ-বিদেশে। তাঁরা বেড়াতে যাবেন। তাঁদের কাজ সামলাতে হবে জুনিয়রদের। কারণ জুনিয়র চিকিৎসকরা যদি কর্মবিরতি চালান তাহলে সিনিয়র ডাক্তাররা বেড়াতে যেতে পারবেন না। তৃণমূল নেতার প্রশ্ন, এতদিন কেন সিনিয়রদের মনে হয়নি কর্মবিরতি প্রত্যাহারের বিষয়? নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কুণাল ঘোষ লিখেছেন, “উস্কানিদাতা সিনিয়রদের পুজোয় দেশ-বিদেশের টিকিট কাটা। সামলাতে হবে জুনিয়রদের। নাহলে ‘বিশেষ’ সমস্যা।”

প্রসঙ্গত, সাগরদত্তে চিকিসক ও স্বাস্থ্য কর্মীদের নিগ্রহের জেরে পূর্ণ কর্মবিরতি চালাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। যার জেরে রোগীদের একাংশের অভিযোগ, তাঁদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। তবে নিজেদের সুরক্ষার প্রশ্নে অনড় জুনিয়র চিকিৎসকরা। এই অবস্থায় দেখা যায় সিনিয়র চিকিৎসকদের একাংশও বলতে শুরু করেন এবার জুনিয়রদের কর্মবিরতি নিয়ে ভাবা উচিৎ। ডক্টর সুবর্ণ গোস্বামী টিভি ৯ বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “কর্মবিরতি করেই যে সব সমস্যার সমাধান হবে এমনটা আমরা মনে করছি না। তাই জুনিয়র ডাক্তাররা যে কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন সিনিয়র ডাক্তার হিসাবে পরামর্শ থাকবে এটা তাঁরা পুর্নমূল্যায়ন করুক।” এরপর প্রশ্ন উঠতে শুরু করে তবে কি নিজেদের অবস্থান থেকে সরবেন জুনিয়র চিকিৎসকরা? এরই মধ্যে কুণাল এই পোস্ট জল্পনা বাড়িয়েছে।

Next Article