Fake Call Center: নামে কল সেন্টার, ভিতরে ৩ যুবতী করতেন এইসব কাজ, নাগেরবাজার পুলিশ এসে পাকড়াও করল হাতেনাতে

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 25, 2022 | 11:45 AM

Lake town: তিন মহিলা সহ পাঁচজনের বিরুদ্ধে। ইতিমধ্যেই তাঁদের গ্রেফতার করেছে নাগেরবাজার থানার পুলিশ।ধৃতদের আজ ব্যারাকপুর আদালতে পেশ করা হবে।

Fake Call Center: নামে কল সেন্টার, ভিতরে ৩ যুবতী করতেন এইসব কাজ, নাগেরবাজার পুলিশ এসে পাকড়াও করল হাতেনাতে
প্রতীকী ছবি

Follow Us

কলকাতা: ঠিক অফিসের মতো। চলত শিফট। সেই অনুযায়ী কাজও করতেন ওরা। তবে কল-সেন্টারের আড়ালে যে এমন ব্যবসা হয়ত ঠাউর করতে পারেননি কেউ। ভুয়ো কল সেন্টার খুলে ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লক্ষ-লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠল তিন মহিলা সহ পাঁচজনের বিরুদ্ধে। ইতিমধ্যেই তাঁদের গ্রেফতার করেছে নাগেরবাজার থানার পুলিশ।ধৃতদের আজ ব্যারাকপুর আদালতে পেশ করা হবে।

পুলিশ সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরেই নাগেরবাজার এলাকায় ঋণের প্রতিশ্রুতি দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আসছিল। এরপর রবিবার নাগেরবাজার থানার অধীনে রাষ্ট্রগুরু এভিনিউতে কল সেন্টারে তল্লাশি চালিয়ে ৩ মহিলা সহ ওই পাঁচজনকে গ্রেফতার করা হয়। অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হয়েছে 35 টিজিএসএম ল্যান্ডফোন, সিম, দু’টি ল্যাপটপ, একটি ট্যাব, একটি ওয়াইফাই ফাইবার, এই সমস্ত ডিভাইসের মাধ্যমে লোন পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ-লক্ষ টাকা প্রতারণা করা হত। এই প্রতারণা চক্রের পিছনে আর কারা-কারা যুক্ত আছে তা জানতে ধৃত পাঁচজনকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে।

উল্লেখ্য, কয়েকদিন আগে সল্টলেক সেক্টর ফাইভে-এর একিউসিক্স বিল্ডিং-এর দোতলায় ভুয়ো কল সেন্টারের হদিশ পেয়ে তল্লাশি চালায় সিআইডি।সেই অভিযানে গ্রেফতার জাফর-ইব্রাহিম-বাদশা সহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়। তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি, কয়েকটি ডাইলার, একটি ল্যাপটপ ও বিদেশি গ্রাহকদের বেশ কয়েকটি নথি সহ দুটি পিসি ও একটি রেজিস্ট্রার উদ্ধার করা হয়েছে।  ধৃতদের বিধাননগর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয় বলে সিআইডি সূত্রে খবর।

 

Next Article