কলকাতা: আজ রবিবার ব্রিগেডের মঞ্চ থেকে ঘোষণা করা হবে তৃণমূলের প্রার্থী তালিকা। ৪২ প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে তৃণমূলের তরফে জানানো হয়েছে। তালিকায় থাকতে পারে বেশ কিছু নতুন নাম। ২০১৯ সালে মিমি চক্রবর্তী, নুসরত জাহানের মতো তারকাদের নাম ঘোষণা করে চমক দিয়েছিল তৃণমূল। এবারও থাকতে পারে সেই তারকা চমক। সূত্রের খবর, টিকিট পাচ্ছে টলিউডের আর এক অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। রাজনীতি থেকে দূরে থাকার কথা প্রকাশ্যে বললেও মিমি চক্রবর্তীর নাম তালিকায় আছে বলেই শোনা যাচ্ছে।
এবার তালিকায় নতুন প্রার্থী হিসেবে থাকতে পারেন সায়নী ঘোষ। এই অভিনেত্রী বর্তমানে যুব তৃণমূলের সভাপতি পদে রয়েছেন। সূত্রের খবর, যাদবপুর কেন্দ্র থেকে টিকিট দেওয়া হতে পারে তাঁকে। এছাড়া টিকিট পেতে পারেন রাজীব বন্দ্যোপাধ্যায়।
প্রার্থী তালিকা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ব্যারাকপুরের সাংসদ পদে থাকা অর্জুন সিং এবার টিকিট নাও পেতে পারেন। সেই জায়গায় তালিকায় থাকতে পারেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক। এছাড়া হুগলি থেকে টিকিট পেতে পারেন রচনা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও প্রার্থী তালিকায় শতাব্দী রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, দেবের মতো পুরনো সাংসদরাও থাকতে পারেন। অনিল বিশ্বাসের কন্যা অজন্তা বিশ্বাসও থাকতে পারেন প্রার্থী তালিকায়।