Mamata Banerjee : ‘দেশের কর্তাব্যক্তিদের আস্ফালনের বিরুদ্ধে অদম্য সাহসের পরিচয়’, জয়ের বর্ষপূর্তিতে ‘কুর্নিশ’ মমতার

Mamata Banerjee : ২ মে-কে মা-মাটি-মানুষ দিবস হিসেবে অভিহিত করেন মমতা বন্দ্যোপাধ্যায়। একুশের নির্বাচনে বিপুল জয়ের জন্য সাধারণ মানুষকে কুর্নিশ জানান তিনি।

Mamata Banerjee : 'দেশের কর্তাব্যক্তিদের আস্ফালনের বিরুদ্ধে অদম্য সাহসের পরিচয়', জয়ের বর্ষপূর্তিতে 'কুর্নিশ' মমতার
মমতা বন্দ্যোপাধ্যায়
Follow Us:
| Edited By: | Updated on: May 02, 2022 | 5:33 PM

কলকাতা : বর্ষপূর্তি। গত বছরের আজকের দিনে সবুজ আবিরে ছেয়ে গিয়েছিল বাংলা। গতবছর ২ মে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছিল। ২১৩টি আসনে জয়লাভ করে তৃণমূল। ৭৭টি আসন পায় বিজেপি। জয়লাভের বর্ষপূর্তিতে সাধারণ মানুষকে কুর্নিশ জানিয়ে টুইট করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। একইসঙ্গে বিজেপি শীর্ষ নেতৃত্বকে খোঁচা দিতেও ছাড়লেন না।

গতবছর বিধানসভা নির্বাচনের সময় বিজেপি দাবি করেছিল, ২০০ আসন জিতবে। একই দাবি করেছিল তৃণমূল কংগ্রেস। রাজ্যে প্রথমবার সরকার গড়ার স্বপ্ন দেখেছিলেন বিজেপি নেতারা। তৃণমূল ছেড়ে বিজেপিতেও যোগ দেন একাধিক নেতা। বিজেপির কেন্দ্রীয় নেতারা রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচারে যোগ দিয়েছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বেশ কয়েকটি সভা করেন। যা নিয়ে তাঁদের কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল।

পশ্চিমবঙ্গে প্রথমবার সরকার গড়ার স্বপ্ন পূরণ হয়নি বিজেপির। তবে তাদের আসন অনেক বেড়েছে। ২০১৬ সালে রাজ্যে বিজেপি পেয়েছিল ৩টি আসন। সেখান থেকে একুশের নির্বাচনে বিজেপি জেতে ৭৭টি আসন। ২০০-র বেশি আসন জিতে তৃতীয়বার সরকার গড়েছেন মমতা।

বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার বর্ষপূর্তিতে আজ তিনটি টুইট করেছেন তৃণমূল সুপ্রিমো। টুইটে নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষ করেছেন মমতা। তিনি লেখেন, “গতবছর এই দিনে দেশের কর্তাব্যক্তিদের আস্ফালনের বিরুদ্ধে বাংলার মা-মাটি-মানুষ তাঁদের অদম্য সাহসের পরিচয় রেখেছিলেন। সেজন্য আমি তাঁদের কাছে কৃতজ্ঞ।”

এর পরের টুইটে তৃণমূল কংগ্রেসের লড়াইয়ের প্রশংসা করে মমতা লেখেন, “মা-মাটি-মানুষ সেদিন সারা পৃথিবীকে দেখিয়েছিলেন যে, গণতন্ত্রে মানুষের শক্তির চেয়ে বড় কোনও শক্তি নেই। প্রকৃত জাতি-নির্মাণে আমাদের প্রয়াস জারি রাখতে হবে, কারণ অনেক যুদ্ধ লড়তে ও জিততে হবে।” রাজনীতির কারবারিরা বলছেন, মমতার লক্ষ্য যে ২০২৪ সালের লোকসভা নির্বাচন, সেটা এই টুইটে স্পষ্ট করে দিয়েছেন।

শেষ টুইটে ২ মে-কে মা-মাটি-মানুষ দিবস বলে উল্লেখ করে টুইটে মমতা বলেন, “আজকের দিনটি আমি মা-মাটি-মানুষের কাছে উৎসর্গ করলাম এবং সকলের কাছে আমার আহ্বান, আজ থেকে এই দিনটি ‘মা-মাটি-মানুষ দিবস’ বলে অভিহিত হোক।”

বিধানসভা নির্বাচনের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক হিংসার অভিযোগ ওঠে। ফল ঘোষণার বর্ষপূর্তিতে সেইসব ঘটনা তুলে ধরে তৃণমূলকে আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। টুইট করে তিনি বলেন, “গত বছর আজকের অভিশপ্ত দিনে, পশ্চিমবঙ্গে শুধুমাত্র গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার “দোষে” সাধারণ ভোটার, বিরোধী দলের বিশেষত বিজেপি কর্মী সমর্থক ও তাদের পরিবারবর্গের উপর নেমে আসে তৃণমূল কংগ্রেসের পোষ্য গুন্ডাদের ভয়ঙ্কর পাশবিক খাঁড়া।” একুশের নির্বাচনে নন্দীগ্রামে তৃণমূল সুপ্রিমোকে হারিয়েছেন শুভেন্দু। নন্দীগ্রামে জয়ের জন্য সেখানকার মানুষকে ধন্যবাদ জানালেন।

আরও পড়ুন : Harassment Cases in High Court: সব ধর্ষণ মামলাতেই লোডশেডিং কেন একটা বড় ‘ফ্যাক্টর’? বিদ্যুৎ পর্ষদের কাছে রিপোর্ট চাইল আদালত