Latest Weather Update: বঙ্গোপসাগরে আবার জন্ম নিচ্ছে ‘সে’, বাংলায় শীত পড়ার আগেই কি ধাক্কা?
Latest Weather Update: মৌসম ভবন জানিয়েছে, বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ারও ইঙ্গিত রয়েছে তার। তবে ঘূর্ণিঝড় হয় কি না, নজর রাখছে মৌসম ভবন। কিন্তু এখানে সুখবর, বাংলায় এই নিম্নচাপের প্রভাব পড়ার আশঙ্কা নেই।
মৌসম ভবন জানিয়েছে, বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ারও ইঙ্গিত রয়েছে তার। তবে ঘূর্ণিঝড় হয় কি না, নজর রাখছে মৌসম ভবন। কিন্তু এখানে সুখবর, বাংলায় এই নিম্নচাপের প্রভাব পড়ার আশঙ্কা নেই। ফলত, শীতের আমেজের ধাক্কার সম্ভাবনা নেই। নিম্নচাপটি তামিলনাড়ু, শ্রীলঙ্কা উপকূলের দিকে এগোবে জানিয়েছে নয়াদিল্লি মৌসম ভবন।
সম্প্রতি দানার ঝাপটা দেখেছে বাংলা। তবে দানার প্রভাব বেশি পড়েছে ওড়িশার উপর। এ রাজ্যের পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনার মতো একাধিক জেলায় বৃষ্টি হয়েছে। প্রবল বৃষ্টির জেরে ক্ষতি হয়েছে চাষবাসের। মরশুমের ফল থেকে শাক-সবজি নষ্ট হয়েছে সব। অতিবৃষ্টির জেরে জল জমে বিধ্বস্ত হয়েছিল জনজীবন। সেই ধাক্কা কাটিয়ে ছন্দে ফিরেছে বঙ্গবাসী। এর মধ্যে নিম্নচাপ তৈরির খবরে চাঞ্চল্য বাড়লেও বাংলায় প্রভাবের সম্ভবনা নেই তা জানিয়েছে হাওয়া অফিস।