Manik Bhattacharya: ‘পার্থর মতো মানিকেরও স্কুলের সন্ধান মিলেছে’, আদালতে বিস্ফোরক দাবি ইডি-র

Shrabanti Saha | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 13, 2023 | 4:23 PM

Manik Bhattacharya: বিচারপতি ইডি-র আইনজীবীকে প্রশ্ন করেন, "গত শুনানিতে দু'সপ্তাহ সময় চাইলেন, কী করেছেন?" তখনই ইডির আইনজীবী বলেন, "আমরা একটা স্কুলের সন্ধান পেয়েছি। পার্থর মতো মানিকেরও স্কুলের সন্ধন পাওয়া গিয়েছে।"

Manik Bhattacharya: পার্থর মতো মানিকেরও স্কুলের সন্ধান মিলেছে, আদালতে বিস্ফোরক দাবি ইডি-র
মানিক ভট্টাচার্য (ফাইল ছবি)
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মতো প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যেরও স্কুলের সন্ধান পেয়েছেন ইডি আধিকারিকরা। ১০০ বছরের পুরনো স্কুলের সন্ধান। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে দাবি করলেন ইডি-র আইনজীবী। মানিক ভট্টাচার্যকে আদালতে আনার অনুমতি চেয়েছেন আইনজীবী। উল্লেখ্য, হাইকোর্টে শুনানির ক্ষেত্রে কখনই কোনও আসামীকে নিয়ে আসা হয় না। এদিন মানিকের আইনজীবী আদালতে আবেদন করেন, জামিন মামলায় তাঁর মক্কেলকে আদালতে আসার অনুমতি দেওয়া হোক। মঙ্গলবার এই মামলার শুনানি ছিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে। বিচারপতি জানান, প্রয়োজনে সে বিষয়ে ভাবা হবে, আপাতত প্রয়োজন নেই।

বিচারপতি ইডি-র আইনজীবীকে প্রশ্ন করেন, “গত শুনানিতে দু’সপ্তাহ সময় চাইলেন, কী করেছেন?” তখনই ইডির আইনজীবী বলেন, “আমরা একটা স্কুলের সন্ধান পেয়েছি। পার্থর মতো মানিকেরও স্কুলের সন্ধন পাওয়া গিয়েছে।” যদিও তখন মানিকের আইনজীবীর দাবি, সেটি ১০০ বছরের পুরনো স্কুল। সে সময়ে বিচারপতি মানিকের আইনজীবীকে থামিয়ে দেন। বিচারপতি বলেন, “যা যা তদন্তে উঠে এসেছে, সব কিছুকে সামনে নিয়ে আসতে হবে।”

প্রসঙ্গত, পিংলায় পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়ের নামে ‘বিসিএম ইন্টারন্যাশনাল স্কুল’ সন্ধান পান তদন্তকারীরা। প্রাক্তন শিক্ষামন্ত্রীর স্ত্রীর নামে পিংলার খিরিন্দা মৌজায় সাড়ে তিন একর জমিতে ইংরাজি মাধ্যম সেই স্কুল রয়েছে। তদন্তে জানা যায়, পার্থের জামাই কল্যাণময় ভট্টাচার্য তাঁর মামার থেকে জমি লিজ় নিয়ে এই স্কুল করেছিলেন। সেই স্কুলে পার্থ নিজেই দু’বার গিয়েছিলেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে সেই স্কুল নিয়ে বিস্তর চর্চা হয়। এবার মানিকেরও সেরকম একটি স্কুলের সন্ধান মিলেছে বলে ইডি তদন্তকারীরা দাবি করেন। উল্লেখ্য, পার্থ চট্টোপাধ্যায়ের নামে মঙ্গলবারই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে রিপোর্ট পেশ করবে সিবিআই। তদন্তকারীদের দাবি, সেই রিপোর্টে পার্থর নামে আরও অজানা বহু তথ্য সামনে আসবে।

Next Article