AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Alcohol Price Hike: লাল বোতলে বাড়ল খরচ, সাদায় ‘অল্প’ চাপ! বড় সিদ্ধান্ত রাজ্যের

Alcohol Price Hike in Bengal: কিন্তু বছর শেষে এই দাম বাড়ানোর কারণ কী? বরাবরই বিরোধীরা বলে থাকেন, বর্তমান রাজ্য সরকার অনেকাংশেই নির্ভর করে রয়েছে আবগারি রাজস্বের উপর। সামনেই বাংলার নির্বাচন। একাংশের মতে, তার আগে বাড়তি রাজস্ব আদায় করতে পারলে নির্বাচনমুখী প্রকল্পের ক্ষেত্রেই লাভ হবে।

Alcohol Price Hike: লাল বোতলে বাড়ল খরচ, সাদায় 'অল্প' চাপ! বড় সিদ্ধান্ত রাজ্যের
প্রতীকী ছবিImage Credit: X
| Updated on: Dec 01, 2025 | 7:54 PM
Share

কলকাতা: শীত পড়েছে কিন্তু গরম কমেনি। এই গরম দামের গরম। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের আবগারি দফতর রাজ্যে মদের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেয়। আজ অর্থাৎ এই পয়লা ডিসেম্বর থেকে কার্যকর হয়ে গেল সেই নতুন দাম। ‘বিয়ার’ বাদে দেশি ও বিদেশি-সহ অন্য সমস্ত প্রকারের মদের দাম বাড়িয়ে দিল রাজ্য সরকার।

এবার থেকে লাইনে দাঁড়ালেই বাড়তি কতটা গ্যাঁটের কড়ি খরচ হবে সুরপ্রেমীদের? আবগারি দফতর সূত্রে খবর, পয়লা ডিসেম্বর থেকে ৭৫০ মিলিলিটার মদের বোতল কিনতে গুণতে হবে বাড়তি ৩০ থেকে ৪০ টাকা। ১৮০ মিলিলিটারের ছোট্ট বোতল কিনতে গুনতে হবে বাড়তি ১০ টাকা। আর দেশি মদের ক্ষেত্রে প্রযোজ্য থাকছে সেই ১০ টাকার নীতি।

সম্প্রতি রাজ্যের সমস্ত মদের দোকান ও ডিলারদের ৩০ নভেম্বরের মধ্য়ে পুরনো স্টক খালি করার নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার। যত দ্রুত সম্ভব স্টক ক্লিয়ার করা যায়, সেই মর্মেই বার্তা দিয়েছিল আবগারি দফতর। তার সঙ্গে জুড়ে দিয়েছিল এই মূল্যবৃদ্ধির বিজ্ঞপ্তি। আবগারি দফতর জানিয়েছিল, নতুন দাম কার্যকর হওয়ার পর পুরনো মূল্যে সেই বোতলগুলি আর বিক্রি করা যাবে না। কেউ যদি নির্দেশ অমান্য করেন, তা হলে তাঁর বিরুদ্ধে নেওয়া হবে কড়া পদক্ষেপ। করা হবে জরিমানা, বাতিল হতে পারে লাইসেন্সও।

কিন্তু বছর শেষে এই দাম বাড়ানোর কারণ কী? বরাবরই বিরোধীরা বলে থাকেন, বর্তমান রাজ্য সরকার অনেকাংশেই নির্ভর করে রয়েছে আবগারি রাজস্বের উপর। সামনেই বাংলার নির্বাচন। একাংশের মতে, তার আগে বাড়তি রাজস্ব আদায় করতে পারলে নির্বাচনমুখী প্রকল্পের ক্ষেত্রেই লাভ হবে। ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদন অনুযায়ী, এই বৃদ্ধির ফলে ২০২৫-২৬ অর্থবর্ষে প্রায় ৪ হাজার কোটি টাকা অতিরিক্ত রাজস্ব সংগ্রহ করা যাবে।