BJP: ভোটগণনা নিয়ে বড় ভাবনা বিজেপির, নির্বাচন কমিশনে যা জানাল…
BJP: জগন্নাথ চট্টোপাধ্য়ায়ের কথায়, "আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি, সরকারের ঘর থেকে পিএফ গ্র্যাচুইটি পাওয়া কর্মীরাই যেন কাউন্টিং হলে থাকেন। আমরা খবর পাচ্ছি বিভিন্ন সংস্থার কর্মীকে সরকারি কর্মীর পরিচয়পত্র দিয়ে কাউন্টিং হলে ঢোকানোর চেষ্টা হচ্ছে।

কলকাতা: চার দফার ভোট হয়েছে রাজ্যে। এখনও মোট সাত দফার মধ্যে তিন দফা বাকি। এরইমধ্যে গণনা নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি। বৃহস্পতিবার মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করেন জগন্নাথ চট্টোপাধ্যায়, শিশির বাজোরিয়ারা। গণনাসংক্রান্ত বেশ কয়েকটি দাবির কথা জানান তাঁরা। এরমধ্যে গুরুত্বপূর্ণ একমাত্র স্থায়ী সরকারি কর্মীদের গণনাকেন্দ্রে প্রবেশাধিকার। তাঁদের বক্তব্য, গত পঞ্চায়েত নির্বাচন বা বিগত নির্বাচগুলির অভিজ্ঞতার নিরিখে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে এই স্ট্রং রুমগুলির নিরাপত্তার শিথিলতা চোখে পড়ছে তাদের, তা জানানো হয়েছে।
জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, “এখন থেকেই নির্বাচন কমিশনের কাছে ভোট গণনার দিনের নিরাপত্তা ব্যবস্থা এবং স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাতে ভোট গণনা হয় তার অ্যালার্ম বেল বাজিয়ে গেলাম। ২০২১ সালের বিধানসভা নির্বাচন, তার পরবর্তী পুরসভা নির্বাচনে গণনার দিন নানা ধরনের কারচুপি, তছরূপ, স্থানীয় পুলিশ প্রশাসন এবং সরকারি কর্মচারিদের একাংশের মদতে হয়েছিল বলে সকলেই দেখেছে। চার পর্বের নির্বাচনে তৃণমূলের হারের ইতিহাসই লেখা হয়েছে। ফলে তৃণমূল এখন মরিয়া হয়ে উঠেছে। স্ট্রং রুমের ব্যবস্থার বদল বা গণনার দিনের কিছু পরিকল্পনার কথা আমাদের নজরে এসেছে।”
বিজেপির দাবি, সরকারি স্থায়ী কর্মচারীরাই যেন একমাত্র গণনাকেন্দ্রে প্রবেশের অনুমতি পায়। কোনও চুক্তিভিত্তিক কর্মীদের যেন গণনাকেন্দ্রে প্রবেশের অনুমতি না মেলে। জগন্নাথ চট্টোপাধ্য়ায়ের কথায়, “আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি, সরকারের ঘর থেকে পিএফ গ্র্যাচুইটি পাওয়া কর্মীরাই যেন কাউন্টিং হলে থাকেন। আমরা খবর পাচ্ছি বিভিন্ন সংস্থার কর্মীকে সরকারি কর্মীর পরিচয়পত্র দিয়ে কাউন্টিং হলে ঢোকানোর চেষ্টা হচ্ছে। তাই কোনও চুক্তিভিত্তিক কর্মী যেন গণনাকেন্দ্রের ভিতর না থাকে। শুধুমাত্র সরকারি স্থায়ী কর্মী ও অফিসারদের রাখার কথা বলা হয়েছে।” বিজেপির আরও দাবি, গণনাকেন্দ্রের বাইরে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী রাখতে হবে। গণনাকেন্দ্রে প্রবেশের জন্য ‘টু স্টেপ’ আইডি চেকিং, প্রয়োজনে ছবি তুলে রাখতে হবে।





