BJP Candidate: অবশেষে ডায়মন্ড হারবারে বিজেপির প্রার্থী ঘোষণা, অভিষেকের বিরুদ্ধে অভিজিৎ

Pradipto Kanti Ghosh | Edited By: সায়নী জোয়ারদার

Apr 16, 2024 | 1:52 PM

BJP: ডায়মন্ড হারবার কেন্দ্র নিয়ে নানা নাম উঠে এসেছে বিভিন্ন সময়। তরুণ আইনজীবী নেতা থেকে এক সময় তৃণমূলের ছাত্র পরিষদ করে পরে বিজেপিতে যোগ দেওয়া নেতা, এমনকী এক অভিনেতার নাম নিয়েও জল্পনা হয়েছিল। তবে মঙ্গলবার একেবারে সকলকে চমকে দিল বিজেপির এই তালিকা। 

Follow Us

ডায়মন্ড হারবার: অবশেষে ডায়মন্ড হারবারে প্রার্থী ঘোষণা করল বিজেপি। প্রার্থীর নাম অভিজিৎ দাস (ববি)। রাজ্য বিজেপির ইলেকশন ম্যানেজমেন্টের কো-কনভেনার হিসাবে কাজ করছেন তিনি। এক সময় বিজেপির ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সভাপতি হিসাবে কাজ করেছেন তিনি।

বিজেপি তাঁকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটে দাঁড় করাল। বিজেপির দাবি, অভিজিৎ ডায়মন্ড হারবারকে হাতের তালুর মত চেনেন। ফলে তাঁর পক্ষে এই কেন্দ্রে লড়াই দেওয়া যথেষ্টই সহজ বলে মনে করছে দল। একেবারে নীচুতলা থেকে সংগঠন করে এসেছেন অভিজিৎ। এই মুহূর্তে বিজেপির নির্বাচন সংক্রান্ত যে ম্যানেজমেন্ট টিম, তাতেও গুরুত্বপূর্ণ ভূমিকায় তিনি। প্রসঙ্গত, ডায়মন্ড হারবার কেন্দ্র নিয়ে নানা নাম উঠে এসেছে বিভিন্ন সময়।

তরুণ আইনজীবী নেতা থেকে এক সময় তৃণমূলের ছাত্র পরিষদ করে পরে বিজেপিতে যোগ দেওয়া নেতা, এমনকী এক অভিনেতার নাম নিয়েও জল্পনা হয়েছিল। তবে মঙ্গলবার একেবারে সকলকে চমকে দিল বিজেপির এই তালিকা। ফেসবুক প্রোফাইল বলছে, এমএসসি, এলএলবি করেছেন অভিজিৎ দাস ববি। এক সময় আরএসএসের জেলা প্রচার প্রমুখও থেকেছেন তিনি। সবথেকে বড় কথা ২০০৯ ও ২০১৪ সালে এই ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে ভোটেও লড়েন অভিজিৎ।

তবে অভিজিৎ দাসের নাম ঘোষণার পরই তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন বলেন, “অভিজিৎ দাস খায় না মাথায় দেয়। বাংলায় একটা সমীক্ষা করে দেখুন তো বাংলার কতজন তাঁকে চেনেন।” যদিও বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের কথায়, “অভিজিৎ দাস ববি আমাদের বহুদিনের সংগঠক। ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দীর্ঘদিন সংগ্রাম করে, লড়ে চলেছেন তিনি। এমন ভাবার কোনও কারণ নেই আমরা কমজোরি প্রার্থী বা কম ওজনের প্রার্থী দিয়েছি।”

ডায়মন্ড হারবার: অবশেষে ডায়মন্ড হারবারে প্রার্থী ঘোষণা করল বিজেপি। প্রার্থীর নাম অভিজিৎ দাস (ববি)। রাজ্য বিজেপির ইলেকশন ম্যানেজমেন্টের কো-কনভেনার হিসাবে কাজ করছেন তিনি। এক সময় বিজেপির ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সভাপতি হিসাবে কাজ করেছেন তিনি।

বিজেপি তাঁকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটে দাঁড় করাল। বিজেপির দাবি, অভিজিৎ ডায়মন্ড হারবারকে হাতের তালুর মত চেনেন। ফলে তাঁর পক্ষে এই কেন্দ্রে লড়াই দেওয়া যথেষ্টই সহজ বলে মনে করছে দল। একেবারে নীচুতলা থেকে সংগঠন করে এসেছেন অভিজিৎ। এই মুহূর্তে বিজেপির নির্বাচন সংক্রান্ত যে ম্যানেজমেন্ট টিম, তাতেও গুরুত্বপূর্ণ ভূমিকায় তিনি। প্রসঙ্গত, ডায়মন্ড হারবার কেন্দ্র নিয়ে নানা নাম উঠে এসেছে বিভিন্ন সময়।

তরুণ আইনজীবী নেতা থেকে এক সময় তৃণমূলের ছাত্র পরিষদ করে পরে বিজেপিতে যোগ দেওয়া নেতা, এমনকী এক অভিনেতার নাম নিয়েও জল্পনা হয়েছিল। তবে মঙ্গলবার একেবারে সকলকে চমকে দিল বিজেপির এই তালিকা। ফেসবুক প্রোফাইল বলছে, এমএসসি, এলএলবি করেছেন অভিজিৎ দাস ববি। এক সময় আরএসএসের জেলা প্রচার প্রমুখও থেকেছেন তিনি। সবথেকে বড় কথা ২০০৯ ও ২০১৪ সালে এই ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে ভোটেও লড়েন অভিজিৎ।

তবে অভিজিৎ দাসের নাম ঘোষণার পরই তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন বলেন, “অভিজিৎ দাস খায় না মাথায় দেয়। বাংলায় একটা সমীক্ষা করে দেখুন তো বাংলার কতজন তাঁকে চেনেন।” যদিও বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের কথায়, “অভিজিৎ দাস ববি আমাদের বহুদিনের সংগঠক। ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দীর্ঘদিন সংগ্রাম করে, লড়ে চলেছেন তিনি। এমন ভাবার কোনও কারণ নেই আমরা কমজোরি প্রার্থী বা কম ওজনের প্রার্থী দিয়েছি।”

Next Article