কলকাতা: রবিবারই লোকসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করে তৃণমূল কংগ্রেস। আর সোমবার হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় গেলেন বিধানসভায়। হুগলি জেলা নেতৃত্বের সঙ্গে কথা বলতে এদিন বিধানসভায় যান তিনি।
হুগলির বর্তমান সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এই আসনেই এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘তুরুপের তাস’ অভিনেত্রী রচনা। অর্থাৎ এবার হুগলি দেখবে লকেট-রচনার লড়াই। একেবারে ‘কাঁটে কি টক্কর’ হতে চলেছে কি, ওঠে প্রশ্ন।
নাম ঘোষণার পরদিনই ময়দানে নেমে পড়লেন রচনা। বিধানসভায় আসেন তিনি। হুগলির জেলা নেতৃত্ব বিধায়ক অরিন্দম গুইন, অসীমা পাত্রদের সঙ্গে প্রচার কৌশল, কবে কোথায় কীভাবে প্রচার শুরু করবেন তা নিয়ে আলোচনা করতেই এসেছিলেন।
মূলত, বিধানসভার কমিটি বৈঠকে যোগ দিতে এদিন বহু বিধায়ক আসেন। বিধায়ক অসীমা পাত্র, বিধায়ক অরিন্দম গুইনও ছিলেন। শ্রীরামপুর সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতিও তিনি। তাঁদের সঙ্গে কথা বলতেই এদিন এসেছিলেন রচনা।