AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Women MPs of TMC: দিল্লিতে মমতার নারী-ব্রিগেড, সংসদে বাংলার মহিলা মুখ এই ১১ জন…

Bengal Woman MP list: লোকসভা, বিধানসভা থেকে পুরসভা বা পঞ্চায়েত- নির্বাচন যে স্তরেরই হোক না কেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হিসাবে সবসময়ই এগিয়ে রাখেন মহিলাদের। রাজ্যসভাতেও তাঁর মহিলা প্রতিনিধি একাধিক। হুগলি ছিল বিজেপির লকেট চট্টোপাধ্য়ায়ের। রচনা বন্দ্যোপাধ্য়ায় রাজনীতিতে 'ডেবিউ' করেই মমতাকে ফিরিয়ে দেন হুগলি।

Women MPs of TMC: দিল্লিতে মমতার নারী-ব্রিগেড, সংসদে বাংলার মহিলা মুখ এই ১১ জন...
তৃণমূলে ১১ জন মহিলা প্রার্থী জয়ী হয়েছেন। Image Credit: Facebook
| Updated on: Jun 05, 2024 | 1:24 PM
Share

কলকাতা: ২০১৯ সালের রেকর্ড ধরে রাখল তৃণমূল কংগ্রেস। এবারও এ রাজ্য থেকে নারী-ব্রিগেড চলেছে সংসদের পথে। রাজ্যের ৪২টি লোকসভা আসনের মধ্যে ২৯টি তৃণমূলের। তার মধ্যে ১১জনই নারী। যেমন একাধিক নতুন মুখের চমক রয়েছে, একইভাবে রয়েছে পুরনো মুখও। সবথেকে বড় চমক, মহুয়া মৈত্র। যাঁকে ঠিক ভোটের মুখে বহিষ্কার করা হয়েছিল সংসদ থেকে। ৬ লাখের বেশি ভোটে জিতে সদর্পে আবারও সংসদভবনে পা রাখতে চলেছেন কৃষ্ণনগরের সাংসদ।

লোকসভা, বিধানসভা থেকে পুরসভা বা পঞ্চায়েত- নির্বাচন যে স্তরেরই হোক না কেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হিসাবে সবসময়ই এগিয়ে রাখেন মহিলাদের। রাজ্যসভাতেও তাঁর মহিলা প্রতিনিধি একাধিক। ২০১৯ সালে দু’বারের তৃণমূল সাংসদ রত্না দে নাগকে হারিয়ে লকেট চট্টোপাধ্য়ায় বিজেপিকে উপহার দিয়েছিলেন হুগলি। রচনা বন্দ্যোপাধ্য়ায় রাজনীতিতে ‘ডেবিউ’ করেই মমতাকে ফিরিয়ে দেন এই কেন্দ্র।

দিলীপ ঘোষকে সরিয়ে মেদিনীপুরে বিজেপি প্রার্থী করেছিল অগ্নিমিত্রা পালকে। জুন মালিয়া বিজেপির সেই আসনে জিতে উপহার দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়কে। সায়নী ঘোষ যাদবপুরের সাংসদ হয়েছেন। মালা রায়, কাকলি ঘোষদস্তিদার, শতাব্দী রায়, প্রতিমা মণ্ডলরা আবারও সাংসদ নির্বাচিত হয়েছেন।

এবার বাংলা থেকে ১১ জন মহিলা যাচ্ছেন সংসদে

কলকাতা দক্ষিণে মালা রায়

বারাসতে কাকলি ঘোষ দস্তিদার

উলুবেড়িয়া সাজদা আহমেদ

বীরভূমে শতাব্দী রায়

জয়নগরে প্রতিমা মণ্ডল

কৃষ্ণনগরে মহুয়া মৈত্র

যাদবপুরে সায়নী ঘোষ

বর্ধমান পূর্বে শর্মিলা সরকার

মেদিনীপুরে জুন মালিয়া

হুগলিতে রচনা বন্দ্যোপাধ্যায়

আরামবাগে মিতালী বাগ