কলকাতা: জামিন মঞ্জুর হল মদন মিত্রের (Madan Mitra)। তাঁর বিরুদ্ধে ‘পুলিসকে চড়’ মারার অভিযোগ রয়েছে। ২০০৯ সালে সিপিএম জমানায় নিউ মার্কেট থানায় প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে এই অভিযোগ দায়ের হয়েছিল। সেই মামলায় এদিন আত্মসমর্পণ করেন মদন মিত্র। বুধবার ব্যাঙ্কশাল আদালত ৩০০ টাকার ব্যক্তিগত বন্ডে তৃণমূল নেতার জামিন মঞ্জুর করেছে।
আদালত চত্বরে ঢোকার আগে মদন মিত্র বলেন, “আমি আত্মসমর্পণ করতে এসেছি। কারণ, আমার বিরুদ্ধে মামলা রয়েছে।” কোন মামলায় জামিন হল? এই প্রশ্নের উত্তরে রসিকতার সুরে সাংবাদিকদের নিজের হাত দেখিয়ে প্রাক্তন মন্ত্রী বলেন, “কবে কোথায় কখন বোম মেরেছি, কাকে চড় মেরেছি জানি না। আমার হাত দেখে মনে হয়, আমি কখনও মশা পর্যন্ত মেরেছি?” এই কথার রেশ ধরেই তাঁর হুঙ্কার, “আমি আইন মানা লোক। আমার বিরুদ্ধে ২৯টি কেস আছে। হাজিরা দিতে এসেছি। তবে জেনে রাখুন, বিজেপি-র বিরুদ্ধে লড়াইয়ে যদি এক লক্ষ কেসও খেতে হয় খাব। লড়াই কিন্তু হবে।”
আরও পড়ুন: মদন জামা খুলে ফেললেন, ‘শুভেন্দু-ভাইরাস’ বিদায় হতেই ডিজে-নাচ
প্রসঙ্গত, এদিন দলত্যাগী নেতা শুভেন্দু অধিকারীকেও বিঁধতে ছাড়েননি রাজ্যের প্রাক্তন মন্ত্রী। তাঁর তির্যক মন্তব্য, “বিজেপিও কেস খায়নি, আর শুভেন্দুও (অধিকারী) কেস খায়নি। খেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। আর খেয়েছে মদন মিত্র।”
আরও পড়ুন: মদন মিত্রের নামে পোস্টার, অনুগামীরা বুঝিয়ে দিলেন ‘দাদার’ অবস্থান
উল্লেখ্য, মদন মিত্রের নামে যে ২৯টি মামলা চলছে তার মধ্যে রয়েছে চিটফান্ড কেলেঙ্কারির মতো গুরুতর বিষয়। তাছাড়াও নারদ মামলাতেও নাম রয়েছে মদন মিত্রের।