Maheshtala News: মহেশতলা-কাণ্ডে নিখোঁজ নাবালককে খুঁজতে CID-র কাছে দ্বারস্থ জেলা পুলিশ
Maheshtala News: সূত্রের খবর, এবার সেই নাবালকের হদিশ পেতে রাজ্যের গোয়েন্দা বিভাগ সিআইডি-র সাহায্য় নিচ্ছে ডায়মন্ড হারবার জেলা পুলিশ। তাদের তরফেই যোগাযোগ করা হয়েছে সিআইডি গোয়েন্দাদের সঙ্গে।

কলকাতা: গ্রেফতার পাঁচ জন। কেটে গিয়েছে ন’দিন। কিন্তু কোথায় নাবালক? এই ঘটনায় ইতিমধ্য়ে গ্রেফতার করা হয়েছে সেই কারখানার মালিক শাহেনশাহকে। চলেছে দিনের পর দিন জেরা। প্রত্যেক অভিযুক্তের দাবি প্রায় এক। বিদ্যুৎ শকের পর ছেড়ে দেওয়া হয় ওই কিশোরকে। কিন্তু তারপর সে কোথায় গেল? মাটি গিলে খেল নাকি আকাশ উড়িয়ে নিল? নির্যাতিত কিশোরের হদিশ পেতে কালঘাম ছুটছে পুলিশের।
সূত্রের খবর, এবার সেই নাবালকের হদিশ পেতে রাজ্যের গোয়েন্দা বিভাগ সিআইডি-র সাহায্য় নিচ্ছে ডায়মন্ড হারবার জেলা পুলিশ। তাদের তরফেই যোগাযোগ করা হয়েছে সিআইডি গোয়েন্দাদের সঙ্গে। নাবালককে খুঁজে পেতেই রাজ্য গোয়েন্দা বিভাগের মুখপানে চেয়েছে জেলা পুলিশ।
তবে শুধুই কি গোয়েন্দা দিয়ে কাজ হবে। নির্যাতনের পর কি মানসিক পরিস্থিতিতে ছিল সেই কিশোর? কোথায় যেতে পারে সে? রয়েছে নানা প্রশ্ন। তাই কোনও দিকেই খামতি না রাখতে গোয়েন্দাদের পাশাপাশি রেলপুলিশ ও জিআরপি-র সাহায্য় নিতে চলেছে জেলা পুলিশ।
ওই নাবালক উত্তর দিনাজপুর জেলার বাসিন্দা। কলকাতা এসেছিল কাজ করতে। নির্যাতনের শিকার হয়ে সে আবার উত্তরবঙ্গের দিকেই রওনা দিল কিনা তা জানতেও রেলপুলিশের কাছে দ্বারস্থ হয়েছে ডায়মন্ড হারবার জেলা পুলিশ। এছাড়াও, কলকাতা, হাওড়া-সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রেল স্টেশনের ফুটেজ করে খতিয়ে দেখার কাজ চলছে। যোগাযোগ রাখা হয়েছে উত্তর দিনাজপুরের ইসলামপুর জেলা পুলিশের সঙ্গেও।

