কলকাতা: ফের একবার রাজ্যের আইনমন্ত্রী (Law Minister) মলয় ঘটককে (Malay Ghatak) তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। কয়লা-কাণ্ডের সঙ্গে কোনও আছে কি না, তা জানতেই রাজ্যের এই মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। কিন্তু এর আগে পরপর দু’বার হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি। এবার ফের তাঁকে নোটিস দিল ইডি। আজ তাঁকে তৃতীয়বারের জন্য তলব করা হল। তবে এবার তিনি যাবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই একই মামলায় দিল্লিতে ইডি দফতরে হাজিরা দিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
গত সপ্তাহেই কয়লা পাচার মামলায় (Coal Scam) মলয় ঘটককে দ্বিতীয়বারের জন্য তলব করেছিল ইডি। দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির দফতরে ডেকে পাঠানো হয় তাঁকে। তবে হাজিয়ে এড়িয়ে যান মলয়। তবে কেন্দ্রীয় সংস্থাযে কোনও ছাড় দিচ্ছে না তা আর একবার স্পষ্ট হয়ে গেল এ দিন। তাই দু’বার হাজিরা এড়ানো সত্ত্বেও ফের নোটিস দেওয়া হল তাঁকে।
ইডি সূত্রে খবর, রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের বিধানসভা কেন্দ্র আসানসোল উত্তর থেকেও কয়লা পাচারের অভিযোগ রয়েছে। বেআইনিভাবে কয়লা উত্তোলনের নজিরও রয়েছে এই এলাকায়। পাচারকারীদের সঙ্গে এলাকার প্রভাবশালীদের যোগেরও একটা সূত্র তদন্তকারীরা পেয়েছেন। চলতি মাসের প্রথমেই মলয় ঘটককে প্রথমবার সমন পাঠানো হয় দিল্লি থেকে। জামনগর হাউজে ইডির দফতরে ডেকে পাঠানো হয় রাজ্যের আইনমন্ত্রীকে।
অন্যদিকে কয়লাকাণ্ডে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে ডেকে পাঠিয়েছিল ইডি। তাঁর স্ত্রী রুজিরাকেও সমন পাঠানো হয়। রুজিরা হাজিরা না দিলেও ইডি-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন অভিষেক। টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ফের ডেকে পাঠানো হয় তাঁকে। এরপরই ইডি-র সমনে স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। তাঁর হয়ে আদালতে সওয়াল করেন সুপ্রিম কোর্টের বর্ষীয়ান আইনজীবী তথা কংগ্রেস নেতা কপিল সিব্বল। যদিও অভিষেকের আর্জিতে সাড়া দেয়নি আদালত। বরং সব পক্ষের বক্তব্য জানতে চেয়ে জমা দিতে বলেছে আদালত।
আরও পড়ুন: CBI Summons Madan Mitra: চিট ফান্ড মামলায় তলব, সিবিআই দফতরে মদন মিত্র
এই তদন্ত নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। গত ২৮ অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “কয়লা চুরির জন্য শুধু তৃণমূলকে ধরলে হবে? তৃণমূলের দায়িত্বে কয়লা নয়। কয়লা কিন্তু কেন্দ্রীয় মন্ত্রকের দায়িত্বে। মাথায় রেখো, এটা রাজ্যের দফতর নয়। তোমার দফতর। একটা ছোট্ট নেংটি ইঁদুর বের করেছো না পকেট থেকে, ওই ইঁদুর তোমার পকেট ফাঁকা করে দিয়েছে। ক্ষমতা থাকলে অভিষেকের সঙ্গে রাজনৈতিকভাবে লড়ো,” বলেন মমতা।