Congress: ৮ রাজ্যে ভরাডুবির কারণ খুঁজছে কংগ্রেস, ধর্তব্যেই নেই অধীরের বাংলা

Pradipto Kanti Ghosh | Edited By: Soumya Saha

Jun 19, 2024 | 10:20 PM

Congress: আটটি রাজ্যে দলের হতাশাজনক পারফর্ম্যান্স খতিয়ে দেখতে ফ্যাক্ট ফাইন্ডিং টিম গঠন করল কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব। তালিকায় রয়েছে মধ্য প্রদেশ, ছত্তীসগঢ়, ওড়িশা, দিল্লি, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, কর্নাটক ও তেলঙ্গানা। কিন্তু সেই তালিকায় জায়গা পেল না পশ্চিমবঙ্গ।

Congress: ৮ রাজ্যে ভরাডুবির কারণ খুঁজছে কংগ্রেস, ধর্তব্যেই নেই অধীরের বাংলা
মল্লিকার্জুন খাড়্গে। ফাইল ছবি।
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: লোকসভা ভোট মিটেছে। ২০১৯ সালের তুলনায় অনেকটা ভাল ফল করেছে কংগ্রেস। কিন্তু তারপরও বেশ কিছু রাজ্যে ফলাফল আশানুরূপ হয়নি। এমন আটটি রাজ্যে দলের হতাশাজনক পারফর্ম্যান্স খতিয়ে দেখতে ফ্যাক্ট ফাইন্ডিং টিম গঠন করল কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব। তালিকায় রয়েছে মধ্য প্রদেশ, ছত্তীসগঢ়, ওড়িশা, দিল্লি, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, কর্নাটক ও তেলঙ্গানা। কিন্তু সেই তালিকায় জায়গা পেল না পশ্চিমবঙ্গ। তাহলে কি পশ্চিমবঙ্গের পারফর্ম্যান্সকে হতাশাজনক বলে মনে করছে না কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব? পশ্চিমবঙ্গে দলের এমন পারফরম্যান্সই কি প্রত্যাশিত ছিল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের কাছে? তাই কি আলাদা করে এই রাজ্যে ভরাডুবি কেন, সেই কারণ খোঁজার চেষ্টা করছেন না কংগ্রেস নেতৃত্ব।

উল্লেখ্য, বাংলায় কংগ্রেস প্রথম বা দ্বিতীয় শক্তিধর দল না হলেও, এ রাজ্যেই লোকসভা ভোটে বড় ধাক্কা খেয়েছে কংগ্রেস। উনিশের লোকসভা ভোটে বাংলা থেকে দু’টি আসন জিতেছিল কংগ্রেস, কিন্তু এবার তা কমে হয়েছে একটি। সবথেকে বড় বিষয় হল প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর হার। যে বহরমপুরকে অধীর চৌধুরীর শক্ত ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয় বঙ্গ রাজনীতিতে, যেখান থেকে জিতে পাঁচ বার লোকসভায় গিয়েছেন অধীর, সেই বহরমপুর থেকেই এবার ইন্দ্রপতন। তৃণমূল ভাঙন ধরিয়েছে বহরমপুরের ‘রবিনহুডের’ দুর্গে। কিন্তু বাংলায় এই পারফর্ম্যান্সের কারণ খুঁজতে কোনও টিম বানায়নি কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।

বিরোধীদের ইন্ডিয়া জোটের সমীকরণও এখানে অন্যতম গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ এবারের ভোটে বাংলায় ইন্ডিয়া জোটের সমীকরণ কাজ করেনি। তৃণমূল ও বিজেপি উভয়ের বিরুদ্ধে ভোটের লড়াইয়ে নেমেছিল বাম-কংগ্রেসের জোট। সেই কারণেই কি বাংলার ফলাফলকে বাড়তি গুরুত্ব দিয়ে দেখছে না কংগ্রেস? সেই প্রশ্নও ইতিমধ্য়ে উঁকি মারতে শুরু করেছে রাজনৈতিক মহলে।

Next Article