Mamata Banerjee: ‘একটা ভোটও যেন অন্য কোনও দলে না যায়’, ইদের অনুষ্ঠানে বার্তা মমতার

Deeksha Bhuiyan | Edited By: Soumya Saha

Apr 11, 2024 | 10:51 AM

Mamata Banerjee: রেড রোডের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী আবারও স্পষ্ট করে বুঝিয়ে দিতে চাইলেন যে, এবারের লোকসভা ভোটে বিজেপির বিরুদ্ধে বাংলায় লড়াই করছে তাঁর দল তৃণমূল কংগ্রেসই। বললেন, 'নির্বাচনের সময় মনে রাখবেন, আমাদের সঙ্গে লড়াই বিজেপির। দিল্লিতে ইন্ডিয়া জোট কী করবে, আমরা দেখে নেব। কিন্তু বাংলায় আমরা লড়ছি বিজেপির বিরুদ্ধে।'

Mamata Banerjee: একটা ভোটও যেন অন্য কোনও দলে না যায়, ইদের অনুষ্ঠানে বার্তা মমতার
মমতা বন্দ্যোপাধ্যায়
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: লোকসভা ভোটের আগে এবার রেড রোডে ইদের অনুষ্ঠান থেকেও বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। জানিয়ে রাখলেন, ‘একটা ভোটও যেন অন্য কোনও দলে না যায়।’ সবার ভোট যাতে তৃণমূল কংগ্রেসের দিকেই যায়, সেই বার্তাও দিয়ে রাখলেন তৃণমূল সুপ্রিমো। বুধবার রেড রোডে ইদের অনুষ্ঠান থেকে নাগরিকত্ব সংশোধনী আইন থেকে শুরু করে এনআরসি, এমনকী অভিন্ন দেওয়ানি বিধির বিরুদ্ধেও সরব হলেন মমতা। মমতার সাফ বার্তা, ‘গায়ের জোর মানা হবে না।’

রেড রোডের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী আবারও স্পষ্ট করে বুঝিয়ে দিতে চাইলেন যে, এবারের লোকসভা ভোটে বিজেপির বিরুদ্ধে বাংলায় লড়াই করছে তাঁর দল তৃণমূল কংগ্রেসই। বললেন, ‘নির্বাচনের সময় মনে রাখবেন, আমাদের সঙ্গে লড়াই বিজেপির। দিল্লিতে ইন্ডিয়া জোট কী করবে, আমরা দেখে নেব। কিন্তু বাংলায় আমরা লড়ছি বিজেপির বিরুদ্ধে।’ সেই সময়েই উপস্থিত সাধারণ মানুষদের উদ্দেশে বলে রাখলেন, একটা ভোটও যেন অন্য কোনও দলে না যায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মুখে এদিন রেড রোডের অনুষ্ঠান থেকে আবারও সর্বধর্ম সমন্বয়ের কথা শোনা গেল। বললেন, ‘আমার ইচ্ছা আপনাদের নিরাপত্তা, আপনাদের জীবন।’ এনআরসি, নাগরিকত্ব সংশোধনী আইন ও অভিন্ন দেওয়ানি বিধির বিরুদ্ধেও তাঁর অবস্থান আগের মতোই রয়েছে, সেটাও স্পষ্ট করে দিলেন মমতা। তৃণমূল সুপ্রিমোর সাফ বার্তা, ‘নো এনআরসি, নো সিএএ, নো ইউনিফর্ম সিভিল কোড। সব মানুষের অধিকার তাঁর নিজস্ব অধিকার।’ মুখ্যমন্ত্রীর কথায়, ‘মাছের মাথা হল সিএএ, ল্যাজা হল এনআরসি। আর মাঝের পেটিটা হল অভিন্ন দেওয়ানি বিধি।’

Next Article