AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee on Hanskhali: ‘আইসির গাফিলতির জন্যই হয়েছে’, হাঁসখালিকাণ্ডে পুলিশকেই কাঠগড়ায় দাঁড় করালেন খোদ পুলিশমন্ত্রী মমতা

Mamata Banerjee: সরাসরি আইসিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে মমতা বলেন, "এর জন্য দোষী আইসি। দোষী অর্থাৎ, আইসির গাফিলতি রয়েছে।আইসি কেন সঠিক সময়ে সঠিক পদক্ষেপ করেনি?"

Mamata Banerjee on Hanskhali: 'আইসির গাফিলতির জন্যই হয়েছে', হাঁসখালিকাণ্ডে পুলিশকেই কাঠগড়ায় দাঁড় করালেন খোদ পুলিশমন্ত্রী মমতা
কী বলছেন পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়?
| Edited By: | Updated on: Apr 27, 2022 | 5:23 PM
Share

কলকাতা : হাঁসখালির ঘটনায় নাম জড়িয়েছে রাজ্যের শাসক দলের স্থানীয় এক নেতার ছেলের। আর তা নিয়ে বেশ অস্বস্তিতে মমতার সরকার। বুধবারের প্রশাসনিক বৈঠকে তা আবার স্পষ্ট হল। প্রশাসনিক বৈঠক থেকে কার্যত আইসিকেই কাঠগড়ায় দাঁড় করালেন মমতা বন্দ্যোপাধ্যায়। নদিয়ার প্রসঙ্গে আসতেই মুখ্যমন্ত্রীর প্রথম প্রশ্ন, “হাঁসখালিতে ঘটনাটি ঘটল কীভাবে? তোমরা খবর নাওনি কেন আগে? তোমাদের কোনও সোর্স নেই।” উল্লেখ্য, হাঁসখালির ঘটনা নিয়ে কার্যত মুখ পুড়েছে রাজ্যের শাসক দলের। বিজেপি, কংগ্রেস, সিপিএম সবাই একযোগে আক্রমণ শানাচ্ছে তৃণমূল কংগ্রেসকে। সম্প্রতি এক সরকারি মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর মুখেও বলতে শোনা গিয়েছিল, বাংলায় সবাই তৃণমূল করে, তাই তৃণমূলকে জড়ানো ঠিক নয়। বলেছিলেন, “তৃণমূল তৃণমূল বলে বেড়াচ্ছেন? বাংলা রাজ্যটার সবাই তৃণমূল। কী করবেন বলুন? মা-বাবা-ভাই-বোন সবাই তৃণমূল? দল শিখিয়ে দিয়েছে কি? না দল করেছে?” অর্থাৎ, অস্বস্তি শুরু থেকেই ছিল রাজ্য সরকারের। বুধবারের বিকেলে তা ফের একবার উঠে এল প্রশাসনিক বৈঠকে।

মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে বলেন, “তোমাদের একটু গাফিলতির জন্য সরকার কেন এগুলি ফেস করবে? সরকার তো কোনওকিছু লুকোতে চায় না। সরকার তো চায় যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক। সে যেই হোক। তাহলে তোমাদের তিন চার দিন লেগে গেল কীভাবে? আর পরিবারই বা কেন কোনও তথ্য দিল না? তোমরা যখন যাচ্ছ, তখন একরকম বয়ান দিচ্ছে, সিবিআই যখন যাচ্ছে, তখন আর একরকম বয়ান দিচ্ছে। শিশু কমিশনের রিপোর্টও বেরিয়েছে, সেখানেও বলা হয়েছে তিন চার রকম বয়ান বেরিয়েছে। এই কেসগুলি স্থানীয় স্তরে সিরিয়াসলি দেখে নিতে বল। তাহলে আইসিদের থাকার দরকার কী? যদি আইসি-রা ঠিক মতো না দেখেন…”

সরাসরি আইসিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে মমতা বলেন, “এর জন্য দোষী আইসি। দোষী অর্থাৎ, আইসির গাফিলতি রয়েছে। আইসির গাফিলতির জন্যই এটা হয়েছে। আইসি কেন সঠিক সময়ে সঠিক পদক্ষেপ করেনি?” আইসির উদ্দেশে প্রশ্ন করেন, “তোমরা খোঁজ রাখো না কতগুলি দেহ যাচ্ছে? কোথায় কতজন মারা যাচ্ছে? কতগুলি স্বাভাবিক মৃত্যু, কতগুলি অস্বাভাবিক মৃত্যু… এগুলি তো খবর রাখতে হবে।”

আরও পড়ুন : Mamata Banerjee: টিভি চ্যানেল ধর্ষণধারী, টিআরপি বাড়াতে খুন-ধর্ষণ দেখাচ্ছে: মমতা

আরও পড়ুন : Calcutta High Court : নরেন্দ্রপুরে পরিচারিকাকে অপহরণের চেষ্টা মামলায় DGP-র কাছে রিপোর্ট তলব, CID তদন্তের নির্দেশ হাইকোর্টের